বাংলা হান্ট ডেস্কঃ গত ২৭ এপ্রিল ৫২৩৭ টি শূন্যপদের জুনিয়র অ্যাসোসিয়েট(ক্লার্ক) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ১৭ মে অর্থাৎ সোমবার শেষ হতে চলেছে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রিলিমিনারি ও মেইনস দুই ভাগে পরীক্ষা নিয়ে যাচাই করা হবে যোগ্য পরীক্ষার্থীদের। সাথে সাথে দিতে হবে স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষাও। প্রিলিম, মেনস পাস করলেও স্থানীয় বাসার পরীক্ষায় পাশ না করলে সফল হলে বিবেচিত হবেন না পরীক্ষার্থীরা। জেনারেল, ওবিসি ওবিসি ও ইডব্লুএস শ্রেণির আবেদন প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ ৭৫০ টাকা অনলাইন জমা করতে হবে। তবে বিনামূল্যেই আবেদন করতে পারবেন এসসি, এসটি, পিডব্লুডি, এক্সএস, ডিএক্সএস ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা। ব্যাংকের কাস্টমার সাপোর্টের জন্য ৫০০০ শূন্যপদের পাশাপাশি ২৩৭ টি শূন্যপদেও জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শিক্ষাগত যোগ্যতাঃ
এফবিআই জানিয়েছে, এই পদে আবেদন করতে গেলে শিক্ষার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করতে হবে। তবে স্নাতক স্তরে পাঠরত শেষ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষায় বসার ছাড়পত্র দিয়েছে এসবিআই। যদিও এক্ষেত্রে যথাসময়ে রেজাল্ট সাবমিট করতে হবে পরীক্ষার্থীদের।
বয়স সীমাঃ
ক্লার্কের পরীক্ষার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১.০৪.২১ তারিখের মধ্যে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রমঃ
এফবিআইয়ের ক্লার্ক পদে নিযুক্ত হলেকর্মীদের বেসিক পে হবে ১৯৯০০ টাকা। মুম্বাইয়ের মত মেট্রো শহর গুলির ক্ষেত্রে মোট বেতন মিলবে ২৯০০০ টাকা। এরমধ্যেই যুক্ত থাকবে ডিএ এবং অন্যান্য অ্যালাউন্স।
প্রথম ভাগের পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম জুন মাসের মধ্যেই নেওয়া হতে পারে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে মেনস এক্সাম নেওয়া হতে পারে ৩১ জুলাই। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন sbi.co.in এই ওয়েবসাইটে।.