কয়েক দিন আগেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ( sbi) অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সারা ভারতের সাড়ে ৮ হাজার প্রার্থী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে যোগ দিতে পারবে। এর জন্য আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর ২০২০। অর্থাৎ এই পদে আবেদনের জন্য আপনার হাতে রয়েছে আর মাত্র ২ দিন সময়।
এসবিআইয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পাওয়া যায় এবং ইচ্ছুকরা ১০ ডিসেম্বর বা তার আগে এটি পূরণ করে ও জমা দিতে পারবেন।
২০ জানুয়ারিতে অ্যাপ্রেন্টিস নির্বাচনের জন্য অনলাইন পরীক্ষা নেওয়া হবে। কোনও ইন্টারভিউ নেওয়া হবে না এবং অনলাইনে পরীক্ষায় যোগ্য প্রার্থীরা স্থানীয় ভাষা পরীক্ষায় অংশ নেবেন।
২০২প সালের ৩১ অক্টোবর এর মধ্যে যারা গ্রাজুয়েশন পাশ করেছেম এই পদের জন্য যোগ্য। তবে এসসি / এসটি / ওবিসি / পিডাব্লুডি প্রার্থীদের ভারত সরকারের নির্দেশিকা অনুসারে বয়সের ছাড় রয়েছে। অ্যাপ্রেন্টিস হওয়ার সময়কাল ৩ বছর। নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের ব্যাংকে ৩ বছরের অ্যাপ্রেন্টিস থাকার সময়ে আইআইবিএফ পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে।
অ্যাপ্রেন্টিসরা প্রথম বছর প্রতি মাসে ১৫ হাজার টাকা পাবে, দ্বিতীয় বছর এই বৃত্তি হবে ১৬ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় বছর ১৯ হাজার টাকা পাবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। দেখে নিন এক নজরে পুরো বিজ্ঞপ্তি
শূন্যপদের সংখ্যা: ৮ হাজার ৫০০
আবেদনের ফি: ৩০০ টাকা; এসসি, এসটি এবং পিডব্লিউডি বিভাগের প্রার্থীদের জন্য কোনও ফি নেই
পরীক্ষার তারিখ: জানুয়ারী, 2021
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ: ডিসেম্বর 2020 এর শেষ সপ্তাহে