বাংলাহান্ট ডেস্ক: আপনার কি স্টেট ব্যাঙ্কে (State Bank of India) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য দারুণ সুযোগ এনেছে। এই স্কিম থেকে দারুণ লাভ পাবেন তাঁরা। স্টেট ব্যাঙ্ক এক প্রকার লটারি জেতার মতো সুযোগ এনেছে তাদের গ্রাহকদের জন্য। এই ব্যাঙ্কে যদি আপনার কোনও অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে পেতে পারেন ব্যাপক পরিমাণ টাকা। প্রায় ৫৭ হাজার টাকা পাবেন আপনি। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা পাবেন? কেমন স্কিম এনেছে এসবিআই?
স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের সুদ হিসেবে এই বিপুল পরিমাণ অর্থ দেবে। এই স্কিমটি হল এসবিআই রেকারিং ডিপোজিট স্কিম। এটি এমন একটি স্কিম যার অধীনে প্রতি মাসেই আপনাকে ওই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। তবে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কত টাকা দেবেন তা স্কিম চালু করার আগেই বেছে নিতে পারবেন। তারপর প্রতি মাসে আপনার বেছে নেওয়া সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে।
ধরা যাক আপনি মাত্র পাঁচ বছরের জন্য রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছেন। এবার আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা দিচ্ছেন। এক্ষেত্রে আপনি ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। এর ফলে আপনার অ্যাকাউন্টটি যখন পাঁচ বছর পর ম্যাচিওর করবে, তখন আপনি অতিরিক্ত ৫৭ হাজার ৬৫৮ টাকা পাবেন। কারণ আপনি যদি মাসে পাঁচ হাজার টাকা করে রেকারিং ডিপোজিটে জমাতে থাকেন, তাহলে এক বছরে আপনার মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়ায় ৬০ হাজার টাকা।
সেক্ষেত্রে পাঁচ বছরে আপনার জমানো টাকার হিসেব গিয়ে দাঁড়ায় ৩ লক্ষ টাকা। তাই ৬.৭৫ শতাংশ হারে সুদ পেলে পাঁচ বছর পর অর্থাৎ মেয়াদপূর্তির সময় আপনি অতিরিক্ত ৫৭ হাজার ৬৫৮ টাকা পাবেন। অর্থাৎ মেয়াদপূর্তির সময় আপনার হাতে থাকবে মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৬৫৮ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের আরও বেশি সুবিধা দিয়ে থাকে।
রেকারিং ডিপোজিট স্কিমে একজন প্রবীণ নাগরিক ৬.৭৫ থেকে ৭.২৫ শতাংশ অবধি হারে সুদ পেতে পারেন। সেখানে একজন সাধারণ নাগরিক সুদ পান ৬.৭৫ শতাংশ হারে। তাই প্রবীণ নাগরিকদের হাতে আরও বেশি পরিমাণ টাকা আসে। আপনি যদি সহজে টাকা সঞ্চয় করতে চান, তাহলে এই স্কিমটি আপনার জন্য আদর্শ। এক বছর থেকে ন্যূনতম ১০ বছরের জন্য রেকারিং ডিপোজিটে টাকা রাখতে পারেন। মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। আপনি যত বেশি টাকা রাখবেন, সুদ হিসেবে তত বেশি টাকা পাবেন।