সোনা কেনা এবার আরোও সহজ! আগামী ৫ দিন বাজারের চেয়েও কম দামে বেচবে SBI

বাংলাহান্ট ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বা এসবিআই (SBI) এই মুহূর্তে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক। দেশের এই বৃহত্তম সরকারি ব্যাংক গ্রাহকদের দিচ্ছে সোনা কেনার ক্ষেত্রে অসাধারণ একটি সুবিধা। এসবিআই ব্যাঙ্কের মাধ্যমে আপনি সস্তায় সোনা কিনতে পারবেন। গ্রাহকরা সস্তায় সোনা কিনতে পারবেন আগামী ৬ই মার্চ থেকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুইট (Tweet) করে জানিয়েছে, আপনাদের বিনিয়োগের নিশ্চিত রিটার্ন ও নিরাপত্তা পান সোভেরেইন গোল্ড বন্ডের সাহায্যে। এরই সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের টুইটারে উল্লেখ করেছে কিছু কারণ যেগুলি গ্রাহকদের জন্য লাভদায়ক হতে পারে।

   

যে সুবিধা গুলি পাবেন সেগুলি হল:

• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগ করলে থাকছে নিশ্চিত রিটার্নের সুবিধা। এই গোল্ড বন্ডে বিনিয়োগকারীরা প্রতিবছর পাবেন ২.৫% সুদ।

• মুক্তি মিলবে ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে।

• সরকারি সংস্থার কাছে সোনা থাকবে সুরক্ষিত।

• প্রদান করতে হবে না কোন জিএসটি বা মেকিং চার্জ

• এর থেকে পাওয়া যাবে ঋণের সুবিধা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, সস্তায় সোনা কেনার সুবিধা পাওয়া যাবে ৬ই মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত। এক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৫৬১১ টাকা। সোভেরেইন বন্ড কেনা যাবে স্মল ফাইনান্স ব্যাঙ্ক এবং পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া সব ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SHCIL), নির্ধারিত পোস্ট অফিস, স্বীকৃত স্টক এক্সচেঞ্জ থেকে।

সোভেরেইন গোল্ড বন্ডসের মেয়াদ থাকবে আট বছর। কিন্তু পাঁচ বছর পর পরবর্তী সুদ দেওয়ার তারিখে আপনি চাইলে এই স্কিম বন্ধ করেও দিতে পারেন। কমপক্ষে এক গ্রাম সোনা বিনিয়োগ করার পাশাপাশি সোনার বন্ড বন্ধক রেখে বিনিয়োগকারীর ঋণ নেওয়ার সুবিধাও থাকছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর