এক-দু বছরের জন‍্য জামিনের কথাই ভুলে যান! আরিয়ানের জেলের মেয়াদ নিয়ে মন্তব‍্য সুপ্রিম কোর্টের আইনজীবীর

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের (aryan khan) জেল হওয়া নিয়ে উত্তাল বলিউড। গত বছর রিয়া চক্রবর্তীর কাহিনি যেন এ বছরেও পুনরাবৃত্তি হচ্ছে। তবে গত বছর মাদক কাণ্ডে প্রায় এক মাসের মতো বাইকুল্লা জেলে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। আরিয়ানের কপালে কত দিন বা মাসের সাজা নাচছে? তা নিয়েই কৌতূহল বিভিন্ন মহলের।

এবার সুপ্রিম কোর্টের আইনজীবী উমেশ শর্মা জানালেন, দিন কিংবা মাস নয়, বছরও লেগে যাতে পারে আরিয়ানের জামিন পেতে পেতে! সম্প্রতি এক হিন্দি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আরিয়ান মামলার বিষয়ে মুখ খোলেন তিনি। শাহরুখের পুত্রের বারে বারে জামিন খারিজ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সেশনস কোর্টের নিজস্ব কিছু ধরন রয়েছে কাজ করার। সেই নিয়ম অনুযায়ীই শুনানির দিন ধার্য হয়েছে। যদি অভিযুক্তদের কাছে মাদক কাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের কপালে বিপদ আছে।

Aryan Khan srk

এরপরেই তিনি বলেন, “আমার কাছে যখনি কোনো মক্কেল আসেন এই ধরনের মামলা নিয়ে আমি প্রথমেই বলি, আপনি এক দু বছরের জন‍্য জামিনের কথাই ভুলে যান।” আইনজীবী সাফ জানান, আরিয়ানের মামলার সঙ্গে রাজনৈতিক ইস‍্যু জুড়ে দেওয়া হোক বা মিডিয়া এটা নিয়ে যতই হাঙ্গামা করুক কোনো লাভই হবে না। আইন আইনের মতোই চলবে।

তাঁর কথায়, “অভিযুক্তরা যদি মাদক সেবন করে থাকেন বা বিক্রি করে থাকেন আদালত সেটা বুঝতে পারবে। সে কারণেই জামিন পেতে দেরি হচ্ছে। সাধারন অভিযুক্তদের থেকে এঁরা কোনো অংশেই আলাদা নয়।”

1000082 aryan khan sameer wankhede
বুধবার জামিনের আবেদন খারিজ হতেই নিম্ন আদালতের রায়কে চ‍্যলেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন আরিয়ান। আবেদনে তিনি দাবি করেছেন, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আরিয়ানের দাবি, তাঁর হোয়াটসঅ্যাপ চ‍্যাটের ভুল ব‍্যাখ‍্যা করছে NCB। বুধবার সেশনস কোর্টে জামিনের আবেদন খারিজ হতেই উচ্চ আদালতে আপিল করেন শাহরুখ পুত্র। তাঁর দাবি, তাঁর হোয়াটসঅ্যাপ চ‍্যাটকে ভুল ভাবে ব‍্যাখ‍্যা করে তাঁকে ফাঁসিয়ে দিচ্ছে NCB।

প্রমাণ হিসেবে তিনি বলেছেন, ক্রুজ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করার পর তাঁর কাছ থেকে কোনো রকম মাদক উদ্ধার হয়নি। এছাড়াও ক্রুজ পার্টি থেকে যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ‍্যে শুধু আরবাজ শেঠ মার্চেন্টকেই চেনেন তিনি। প্রত‍্যেকবার NCB র তরফ থেকে বলা হচ্ছে, তিনি যেহেতু ক্ষমতাশালী তাই জামিন পেলেই প্রমাণ লোপাট করে দেবেন। এভাবেই বারবার তাঁর জামিন আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আরিয়ানের। তিনি আরো বলেছেন, আইনত এটা আগে থেকে ধরে নেওয়া যায় না যে তিনি ক্ষমতাশালী বলেই প্রমাণ লোপাট করে দেবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর