বাংলা হান্ট ডেস্কঃ ডঃ কাফিল খান (Kafeel Khan) মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) এলাহাবাদ হাইকোর্টকে বলেছে যে, তাঁরা যেন এই মামলায় বিদ্যুত গতিতে শুনানি অথবা বিচার করে আর ১৫ দিনের মধ্যে নির্ধারণ করে যে, কাফিল খানকে মুক্তি দেওয়া হবে কি না?
জানিয়ে দিই, ডঃ কাফিল খান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকতা আইন (CAA) এর বিরোধিতায় হওয়া প্রদর্শনের সময় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন। আর ওনাকে দেশদ্রোহ এর মামলায় জেলে বন্দি করা হয়।
জানিয়ে দিই, গোরখপুরের ডঃ কাফিল খানকে জেলে বন্দি করার বিরুদ্ধে এই মামলা তাঁর মা নুজহত করেছিলেন। ১০ ফেব্রুয়ারি আলীগড় সিএএম আদালত কাফিল খানকে জামিন দেওয়ার আদেশ দিয়েছিল। কিন্তু জামিন পাওয়ার আগেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ এর মামলা (NSA) চাপানো হয়।
ডঃ কাফিল খানকে ২৯ জানুয়ারি উত্তর প্রদেশের এসটিএফ উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে মুম্বাই থেকে গ্রেফতার করে। ওনার বিরুদ্ধে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উস্কানি মূলক ভাষণ দিয়ে ধার্মিক ভাগাঘেতে আঘাত করা আর হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে। ওনার বিরুদ্ধে আলীগড়ে ১৩ ডিসেম্বর FIR দায়ের হয়েছিল।