হায়দরাবাদের কাছে লজ্জার হার, এক ম্যাচ জিতে পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়লো এসসি ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্ৰথম ম্যাচেই কোচের হটসিটে বসে ইস্টবেঙ্গল ভক্তদের জয়ের স্বাদ এনে দিয়েছিলেন মারিও রিভেরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফের ছন্দপতন। এফসি গোয়া-কে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল ইস্টবেঙ্গল জনতা। তবে আজকে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমে ফের একবার সেই ছন্নছাড়া, দিশেহারা ইস্টবেঙ্গল।

সোমবার রাতের ম্যাচে হায়দরাবাদ এফসি-র হাতে পর্যদুস্ত হতে হলো এসসি ইস্টবেঙ্গলকে। ০-৪ ফলে ইস্টবেঙ্গলকে বিধ্বস্ত করলেন হায়দরাবাদ এফসি। লাল হলুদ রক্ষণকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে হ্যাটট্রিক করে গেলেন গতবছর মুম্বাই সিটি এফসি থেকে এবছর হায়দরাবাদ এফসিতে আসা তারকা নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থালোমিউ ওগবেচে। অপর একটি গোল করেছেন ভারতীয় তরুণ অনিকেত যাদব।

অথচ এই ম্যাচে ইস্টবেঙ্গলের এমনটা হওয়ার কথা ছিল না। দলের সেরা বিদেশি পেরিসেভিচ দলে ফিরেছিলেন। রিজার্ভ বেঞ্চে ছিলেন নতুন দলে যোগ দেওয়া স্ট্রাইকার। কিন্তু হায়দরাবাদ শুরু থেকে ইস্টবেঙ্গলের ওপর আক্রমণের ঝড় তুলে তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। মানোলো মার্কুয়েজের দল শুরু থেকেই মাঝমাঠ পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়।

বিরতির আগেই ওগবেচের জোড়া গোল এবং অনিকেত যাদবের গোলে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল। চূড়ান্ত বাজে পারফরম্যান্স করেছেন দলের ভারতীয় ডিফেন্ডার আদিল খান ও গোলরক্ষক অরিন্দম। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ওগবেচে। ম্যাচের শেষদিকে চলতি আইএসএলের প্রথম পেনাল্টি পেয়ে তা থেকেও গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ডার্বির আগে আরও একবার রাতের ঘুম উড়ে গেল ইস্টবেঙ্গল সমর্থকদের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর