বাংলার হান্ট নিউজ ডেস্ক: বুধবার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ২-২ ফলে ড্র হয়েছে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গিয়েও লিগ টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করেছে চেন্নাইয়ান। অপরদিকে শুরুতে পিছিয়ে পরেও দ্বিতীয়ার্ধে দুরন্ত লড়াই করে লাল-হলুদ ব্রিগেড ইনজুরি টাইমে গোল করে কামব্যাক সম্পুর্ন করে সমর্থকদের মনে রাখার মতো একটা ম্যাচ উপহার দিয়েছে।
চেন্নাইয়িন এফসি ম্যাচের প্রথম কোয়ার্টারেই ২-০ ফলে এগিয়ে যায়। হীরা মন্ডলের একটি আত্মঘাতী গোল এবং ১৫ মিনিট নাগাদ সেই হীরারই একটি ভুল পাস থেকে তুলে আনা আক্রমণে ভোর করে নিন্থোইঙ্গানবা মিতেইয়ের একটি দুর্দান্ত গোলের সুবাদে যেন প্রথমেই লাল হলুদ ব্রিগেড-কে লড়াই থেকে ছিটকে দিয়েছেন চেন্নাইয়ান।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল চাপ বাড়াতে শুরু। গোলরক্ষক দেবজিৎ ঘোষের দক্ষতায় বেশ কয়েকবার রক্ষা পায় চেন্নাইয়ান। ইস্টবেঙ্গলের চাপের মুখে কেমন যেন খোলসের ভেতরে নিজেদের ঢুকিয়ে নেয় তারা। ম্যাচের ৬১ মিনিটে ফ্রি কিক পায় এসসি ইস্টবেঙ্গল। সেই ফ্রি কিক কাজে দৃষ্টিনন্দন শটে ব্যবধান কমান ড্যারেন সিডল।
এরপর চেন্নাইয়ানকে আরও চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। ম্যাচ মোট দশটি কর্ণার আদায় করে নেয় লাল হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত ম্যাচের শেষ লগ্নে দশম কর্ণার থেকে আসা বিপজ্জনক ডেলিভারিতে বেশ কিছুটা ওপরে লাফিয়ে ওঠে মাথা ছুঁইয়ে দেন লালরিনলিয়ানা হামতে। গোলরক্ষক দেবজিৎ ঘোষের নাগালের অনেক বাইরে দিয়ে বল জালে জড়িয়ে যায়। অনেকদিন পর সেই পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের ফিরে আসার দুরন্ত লড়াই প্রত্যক্ষ করলেন সমর্থকরা, যা একসময় ইস্টবেঙ্গলের প্রধান বৈশিষ্ট্য হলেও গত দুবছরে যেন তা হারিয়েই গিয়েছিল।