মহত্মা গান্ধীকে ‘ভারত রত্ন” দেওয়ার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) শুক্রবার জাতির জনক মহত্মা গান্ধীকে (Mahatma Gandhi) ভারত রত্ন (Bharat Ratna) দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে আদেশ জারি করবে না বলে জানিয়ে দেয়। সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে দাবি করা হয়েছিল যে, কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্ট যেন একটি আদেশ অথবা নির্দেশ জারি করে মহত্মা গান্ধীকে ভারত রত্ন দিতে বলে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবডে এই আবেদনে অসম্মতি জানিয়ে বলেন, বাপু রাষ্ট্রপিতা। ওনাকে সন্মান দেওয়া খুবই দরকার। কিন্তু ভারত তথা সমগ্র বিশ্বের মানুষের মনে উনি ভারত রত্নেরও অনেক উপরে। ওনার এমন কোন অফিসিয়ালি পরিচয়ের কোন দরকার নেই।

সম্পর্কিত খবর

X