বাংলা হান্ট ডেস্ক : এখনই উঠছে না নিয়ম, নিয়মের সময়সীমা বাড়ানো হল দশ বছর। তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল 2020 সালের পঁচিশে জানুয়ারি কিন্তু বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণকে আরও দশ বছর বাড়ানো হলেও।
তাই সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এই বিল প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে। যেহেতু তফসিলি জাতি ও উপজাতিদের কর্মক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পরিচালিত হয় তাই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যগুলির উপর ভিত্তি করে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দেশের শীর্ষ আদালতে তফসিলি জাতি বা প্রজাতি আইন পর্যালোচনা করা হয়েছে। 1989 সালে রাজীব গাঁধী সরকার এই আইন চালু করার মাধ্যমে দেশ থেকে অস্পৃশ্যতা রোদ এবং অপরাধ দমন করার জন্য এই আইন চালু করে।
যদিও হিসেবের নিরিখে দেখা গেছে 2007 সাল থেকে 2017 সাল অবধি তফসিলিদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বেড়ে গেছে অনেকাংশে, এমনকী বছরে সুশীল জাতি উপজাতির মহিলাদের ধর্ষণের মতো ঘটনাও বেড়েছে। তাই এ মামলার পর্যালোচনা করা হয়েছিল।