গোরিলার খাঁচার মধ্যে পড়ে গেল ছোট্ট শিশু, তারপর কী হল দেখুন রোমহর্ষক ভিডিওতে

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। এবার ভাইরাল হয়েছে এক হাড়হিম করা ভিডিও। সেখানে দেখা গিয়েছে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে গোরিলার খাঁচাতে পড়ে গিয়েছে এক চার বছরের শিশু। কোনওভাবে ভুলবশত বড়দের হাত ফসকে গোরিলার খাঁচার মধ্যে পড়ে গিয়েছে ওই শিশু।

eba660c9 23d9 452f 8c35 b281dc300434

 

শোরগোল পড়ে গিয়েছে গোরিলার খাঁচার আশেপাশে। বহু মানুষ ভিড় করেছেন শিশুটির শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার জন্য। ভিডিওতে দেখা গিয়েছে, একটি গোরিলার শিশুটিকে নিয়ে জলের মধ্যে দিয়েই হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হাত ধরে দাঁড়ও করিয়ে দিচ্ছে। কিন্তু তার আসল উদ্দেশ্যটা কী সেটা জানা যায়নি। কারন ভিডিওটি সম্পূর্ণ নয়। তাই শেষ পর্যন্ত শিশুটির কী হল, সে আদৌ খাঁচার বাইরে বেরোতে পারল কিনা তা জানা যায়নি।

https://www.facebook.com/CreativeThings4k/videos/609780823203994/

বলা বাহুল্য এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা শিউড়ে উঠেছেন এই ভিডিও দেখে। শিশুটির শেষ পর্যন্ত কী হল তা জানার জন্য সকলেই ব্যাকুল হয়ে রয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর