মহালয়া থেকে দশমী আগামী বছর কখন হবে দুর্গাপুজো, রইল ২০২২ এর দুর্গাপুজোর নির্ঘন্ট

বাংলাহান্ট ডেস্কঃ সারা বছর অপেক্ষার পর মা এসেছিলেন বাপের বাড়িতে। সন্তানদের সঙ্গে নিয়ে চারটে দিন মহানন্দে বাপের বাড়িতে কাটিয়ে এবার উমার কৈলাশে ফিরে যাওয়ার পালা। বিদায় বেলায় জল ভরা চোখ নিয়েই বাঙালীর মন বলে উঠছে ‘আবার এসো মা’।

তবে এবারের মতন দুর্গা পুজো সমাপ্তি হলেও, আবারও অপেক্ষা করতে হবে আগামী বছরের জন্য। ‘আসছে বছর আবার হবে’ এই আশাতেই বুক বেঁধেছে বঙ্গবাসী। তবে এই বিজয়া দশমীর তিথিতে দেখে নিন আসছে বছরের পুজোর নির্ঘন্ট-

RTS1EICV 770x433 1

মহালয়াঃ ২৫ শে সেপ্টেম্বর ২০২২ রবিবার।

মহাপঞ্চমী তিথিঃ ৩০ শে সেপ্টেম্বর ২০২২ শুক্রবার।

মহাষষ্ঠী তিথিঃ ১ লা অক্টোবর ২০২২ শনিবার। এইদিনই হবে মায়ের বোধন, আমন্ত্রণ, চক্ষুদান।

durga pooja NewsORB360

মহাসপ্তমী তিথিঃ ২ রা অক্টোবর ২০২২ রবিবার। একই দিনে রয়েছে আবার গান্ধীজয়ন্তীও।

মহাঅষ্টমী তিথিঃ ৩ রা অক্টোবর ২০২২ সোমবার।

মহানবমী তিথিঃ ৪ ঠা অক্টোবর ২০২২ মঙ্গলবার।

মহাদশমী তিথিঃ ৫ ই অক্টোবর ২০২২ বুধবার।

Smita Hari

সম্পর্কিত খবর