অজস্র Scholarship! সবগুলোর a to z খোঁজ মিলবে এক ওয়েবসাইটেই! রেজিস্ট্রেশন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের রয়েছে একাধিক স্কলারশিপ প্রোগ্রাম। তবে সরকার ছাড়াও বিভিন্ন বড় বড় সংস্থা স্কলারশিপ (Scholarship) আয়োজন করে থাকে। বিভিন্ন কর্পোরেট সংস্থার এই স্কলারশিপগুলিতে আবেদন জানানোর জন্য রয়েছে একটি নির্দিষ্ট ওয়েবসাইট।

স্কলারশিপ (Scholarship) স্পেশাল পোর্টাল

সেই ওয়েবসাইটে ভিজিট করে একাধিক বেসরকারি সংস্থার স্কলারশিপ (Scholarship) সম্পর্কে যেমন জানতে পারবেন সমস্ত খুঁটিনাটি, তেমনই সহজে আবেদন করতে পারবেন। গোটা দেশের পড়ুয়ারা বেসরকারি সংস্থাগুলির স্কলারশিপে আবেদনের জন্য ভিজিট করতে পারেন Buddy4Study পোর্টালে।

আরোও পড়ুন : আজকের রাশিফল ৯ নভেম্বর, লটারিতে বাজিমাত করবে এই তিন রাশি

এমনকি এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন স্কলারশিপে (Scholarship) আবেদনের স্ট্যাটাস। ভারতের অন্যতম বৃহত্তম স্কলারশিপ প্ল্যাটফর্ম Buddy4Study। দেশের বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি স্কলারশিপ অফারের জন্য যোগাযোগ করে এই সংস্থার সাথে। এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা সরাসরি আবেদন করতে পারেন স্কলারশিপগুলিতে।

Scholarship

এই ওয়েবসাইটের কিছু জনপ্রিয় স্কলারশিপ (Scholarship) হল –

• HDFC স্কলারশিপ

• TATA স্কলারশিপ

• SBI স্কলারশিপ

• উন্নতি স্কলারশিপ

• জ্যোতি প্রকাশের স্কলারশিপ

• Colgate স্কলারশিপ

• আধার কুশল স্কলারশিপ

আরোও পড়ুন : গ্রামের মেয়ে শহরের ছেলের দুষ্টুমিষ্টি গল্প, ‘পরিণীতা’র নায়িকা পারুলকে চেনেন?

আমাদের দেশে এক ছাতার তলায় এই ধরনের যাবতীয় স্কলারশিপের সমারহ খুব একটা নেই। দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের কথা চিন্তা করে তাই এমন অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে Buddy4Study। দেশের বিভিন্ন বড় কর্পোরেট, বেসরকারি সংস্থার স্কলারশিপের তথ্য মিলছে একটাই ওয়েবসাইটে।

Scholarship

রেজিস্ট্রেশন করার পদ্ধতি : এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ভিজিট করতে হবে Buddy4Study স্কলারশিপ পোর্টালে। এরপর ওয়েবসাইটের ডানদিকে থাকা মেনু বারে ক্লিক করে বেছে নিতে হবে রেজিস্ট্রেশন অপশন। নতুন পেজ খুললে সেখানে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিংকে – https://www.buddy4study.com/register

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর