মেয়েদের ভবিষ্যৎ হবে আরোও সুরক্ষিত! অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এই ৫ স্কলারশিপেই হবে বাজিমাত

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষাই একটি জাতির ভবিষ্যৎ। তবে এখনো সমাজে শিক্ষাক্ষেত্রে অনেকটাই পিছিয়ে মেয়েরা। কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো আর্থিক সমস্যা, বিভিন্ন কারণে উচ্চশিক্ষা লাভ করতে বাঁধার সম্মুখীন হন বহু নারী শিক্ষার্থী। তবে আমাদের দেশে এমন কিছু স্কলারশিপ (Scholarship) চালু রয়েছে যেগুলির সহায়তায় মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারেন। স্কলারশিপগুলির নাম ও স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার বিষয়ে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।

  পাঁচটি স্কলারশিপ (Scholarship)

• কোটাক কন্যা স্কলারশিপ : কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে দেশের মহিলা শিক্ষার্থীদের। বাৎসরিক দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য পেশাগত কোর্সে যে ছাত্রীরা ভর্তি হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন। ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার কম হলে করা যাবে আবেদন।

Government Scheme

• সীতারাম জিন্দাল স্কলারশিপ : ব্যাঙ্গালোর ভিত্তিক সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এই স্কলারশিপে অগ্রাধিকার দিয়ে থাকে মহিলাদের। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য আবেদনকারী এই স্কলারশিপের (Scholarship) যোগ্য। মাসিক ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে। মাধ্যমিকে 60 শতাংশের অধিক নম্বর পেয়েছেন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন এমন পড়ুয়া এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

আরোও পড়ুন : খেলা হবে! বীরভূমে ফের চেনা ছবি, অনুব্রত জেল থেকে ফিরতেই যা হচ্ছে.., তুঙ্গে শোরগোল

• প্রগতি বৃত্তি স্কলারশিপ : AICTE’র অধীনস্থ কলেজ থেকে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রী নিয়ে পড়াশোনা করলে কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপে (Scholarship) আবেদন জানানো যাবে। ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে ৩০০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর উচ্চমাধ্যমিকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে ও পারিবারিক বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে।

আরোও পড়ুন : উৎসবের মরশুমে ইতিহাস গড়ল Royal Enfield! অক্টোবরে বিক্রি হল এত বাইক, সংখ্যা জানলে ভিরমি খাবেন

• কন্যাশ্রী K3 স্কলারশিপ : পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা নেওয়া ছাত্রীদের এই স্কলারশিপের (Scholarship) সুবিধা দেওয়া হয়ে থাকে। প্রতি মাসে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ২৫০০ টাকা ও কলা বিভাগের ক্ষেত্রে ২০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে। যে সকল স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা স্নাতক পরীক্ষায় নূন্যতম ৪৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদনের যোগ্য।

Scholarship

• বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ : মাধ্যমিকে নূন্যতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং একাদশ শ্রেণীতে বা স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন এমন ছাত্রীরা এই স্কলারশিপে (Scholarship) আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার কম। উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে ১২৫০ টাকা ও স্নাতক স্তরে প্রতিমাসে ৪০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর