বাংলাহান্ট ডেস্ক : দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে ইশান উদয় স্কলারশিপ। এই স্কিমের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের বড় অংকের অর্থ সাহায্য করা হবে। এই স্কলারশিপের টাকার সাহায্যে উচ্চশিক্ষা লাভ করে পড়ুয়ারা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
প্রতিবছর প্রায় দশ হাজার পড়ুয়াকে স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে। তবে এই টাকা পাওয়ার জন্য মানতে হবে কিছু শর্ত। সাধারণ ডিগ্রি কোর্সে (বিএ, Bcom, বিএসসি, বিবিএ) 5,400 টাকা, প্রযুক্তিগত, চিকিৎসা, প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্সে 7,800 টাকার সাহায্য করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে।
আরোও পড়ুন : আর চলবে না ব্যাঙ্কের গড়িমসি! এবার ঝটপট হয়ে যাবে সব কাজ, গ্রাহকদের স্বার্থে নতুন প্ল্যানিং SBI’র
10 তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি, 12 তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি, ডোমিসাইল সার্টিফিকেট (বাধ্যতামূলক), আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি ,আধার কার্ড প্রয়োজন হবে আবেদন করার জন্য। এই বৃত্তির জন্য উত্তর-পূর্ব অঞ্চলের স্কুল থেকে ১২ তম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।
আরোও পড়ুন: এবার গ্রেফতার হবেন রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব? দাড়িভিট হত্যা মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
এছাড়াও পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৪.৫ লক্ষ টাকার কম। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE), ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSI), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এডুকেশন (NIOS)-এর যেকোনও বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।https://scholarships.gov- এ গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজের উপরে New Registration অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন পেজে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, রাজ্য ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করতে হবে। লগইন করে উপরের লিঙ্কে ক্লিক করলে আবেদনপত্র দেখতে পাবেন। সেখানে তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।