মেলেনি নন নেট ফেলোশিপের টাকা,বিক্ষোভে সামিল গবেষণারত শিক্ষার্থীরা

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ দীর্ঘদিন ধরেই বিশ্বভারতীর গবেষণারত শিক্ষার্থীরা পাচ্ছে না নন নেট ফেলোশিপের টাকা। তাই তারা আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  বিভিন্ন পোস্টার টাঙিয়ে বিক্ষোভে সামিল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, বিশ্বভারতী কর্তৃপক্ষ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে যারা গবেষণা বিভাগে ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশ কিছু জনকে সেই টাকা পাইয়ে দিলেও অনেক জনকেই সেই টাকা এখনো পাইয়ে দেননি। এবং ২০১৮ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে একজনকেও সেই টাকা পাইয়ে দেননি। এইজন্যই তারা আজ বিক্ষোভে সামিল হয় নন নেট ফেলোশিপের টাকা পাওয়ার আশায়।

এক শিক্ষার্থী বলেন,“যেসকল ছাত্র বা ছাত্রী ২০১৬ থেকে ২০১৭ শিক্ষাবর্ষে গবেষণা বিভাগে ভর্তি হয়েছিল তাদের মধ্যে বেশ কিছুজন ফেলোশিপের টাকা পেলেও এখনো অনেকজন সেই টাকা পায়নি। ওই শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল প্রায় দুশোজনের মতো। কিন্তু যেসব ছাত্র-ছাত্রী ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল তারা কেউই ফেলোশিপের টাকা পায়নি। কেনো টাকা পাবো না সেই বিষয়ে আমরা বহুবার বিক্ষোভে সামিল হয়েছি এমনকি বিশ্বভারতীর উপাচার্য সহ কর্মসচিবকেও স্মারকলিপি প্রদান করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। ওনারা খালি টাকা পাইয়ে দেবার আশ্বাস দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো টাকা দেয়নি।”

আরোও এক শিক্ষার্থী জানায়,“এই টাকাটা পেলে পড়াশোনার খরচ চালাতে অনেকটাই সুবিধা হয়। যদি বিশ্বভারতী কতৃপক্ষ এই বিষয়ে তড়িঘড়ি কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো।”


Udayan Biswas

সম্পর্কিত খবর