বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে দীর্ঘ ২০ মাস পর বাংলায় (west bengal) খুলল স্কুল (school) কলেজের দরজা। মাঝে ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্য স্কুল খোলা হলেও, আবারও বন্ধ করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। তবে এবার করোনা সংক্রমণ বেশ কম থাকায়, অনেক কাঠখড় পুড়িয়ে মঙ্গলবার থেকেই খুলে গেল স্কুল কলেজ।
দীর্ঘদিন পর প্রিয় বন্ধুকে দেখার যে আনন্দ, স্কুলে আসতে না আসতেই চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে ছাত্রছাত্রীদের। বর্তমান সময়ে নবম থেকে দ্বাদশের ক্লাস চালু করার ব্যবস্থা করা হলেও, পরবর্তীতে সমস্ত ক্লাসকেই স্কুলে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
দীর্ঘ ২০ মাস পেরিয়ে শহরের আনাচে কানাচে এখন শোনা যাচ্ছে পড়ুয়াদের কলরব। রাজ্যের বিভিন্ন স্কুলে এখন সরগরম হয়ে উঠেছে পড়ুয়াদের উপস্থিতি। তবে করোনা আবহের মধ্যে স্কুল খুললেও, মেনে চলতে হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ, অন্যথা হলে, ফিরতে হচ্ছে বাড়ি।
সেমন, বহুদিন পর প্রিয় বন্ধুকে সামনে পেয়েও তাঁর পাশে বসা যাবে না। দুজনের মাঝে থাকতে হবে অন্তত ৬ ফুটের দূরত্ব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, এক বেঞ্চে দুজন করেই জায়গা পাচ্ছে। আবার স্কুলে ঢোকার সময় অবশ্যই করে মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি মাস্ক পরতে হবে ক্লাস চলাকালীনও।
এই নিউ নর্মাল (New normal) পিরিয়ডে আগের মত করেই মানতে হবে শারীরিক দূরত্ব, ব্যবহার করতে হবে মাস্ক, স্যানেটাইজার। বহু দিন পর আবারও মুখোমুখী হচ্ছে পড়ুয়া শিক্ষকরা। তাই আবারও স্কুল খোলার আনন্দে যেমন হাসির ঝিলিক ফুটে উঠেছে ছাত্রছাত্রীদের চোখে মুখে, ঠিক তেমনই আনন্দিত শিক্ষক শিক্ষিকারাও।