টানা ছুটি থাকবে ৫ দিন স্কুল-কলেজ! কিন্তু কেন?

বাংলা হান্ট ডেস্ক : স্কুল-কলেজ বন্ধ থাকবে পরপর কদিন।কারণ হিসেবে জানা যাচ্ছে ‘শ্রাবণ শিবরাত্রি’-তে কাঁওয়ার যাত্রা উপলক্ষে।এই সময় রাস্তাঘাটে ভিড় করে বিপুল সংখ্যক জলযাত্রী। সে দিকের কথা ভেবেই গাজিয়াবাদ ও মেরঠের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন।

এছাড়াও উত্তরপ্রদেশের একাধিক জেলায় জারি হল সতর্কতা।পড়ুয়াদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন ভাবনা।আগামী ৩০ জুলাই শ্রাবণ শিবরাত্রি। তার আগেই গঙ্গা থেকে জল নিয়ে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন কয়েক লাখ মানুষ। সেকথা মাথায় রেখেই বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। গাজিয়াবাদের জেলাশাসক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘গতবারের মতো এবারও অসংখ্য কাঁওয়ার যাত্রী জল ঢালতে যাবেন। তাদের কথা মাথায় রেখে জেলার সব প্রাথমিক, সেকেন্ডারি বিদ্যালয়, মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং কংলেজ, সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুল ২৬-৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।’ স্কুল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ৩১ জুলাই থেকে ফের খুলবে স্কুল-কলেজ।

   

সম্পর্কিত খবর