বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বপ্রথম বিরোধিতা প্রকাশ করে জলপাইগুড়ি (Jalpaiguri) গার্লস স্কুল আর এবার তাদের সেই দেখানো পথেই হাঁটলো জলপাইগুড়ি জেলা স্কুলের অভিভাবকরা। রাজ্য সরকারের আচমকা সিদ্ধান্তের জেরে তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য ভঙ্গ হবে বলে ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শনে নেমেছেন সকল অভিভাবকরা। নেপথ্যে কি কারণ?
সম্প্রতি, রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, সরকারি স্কুলে পড়ুয়াদের পোশাকের রং নীল সাদা হতে চলেছে আর এরপরই শুরু হয় বিতর্ক। বাংলার অন্যান্য প্রান্ত থেকে বিক্ষোভের খবর সেভাবে উঠে না আসলেও জলপাইগুড়ি জেলা থেকে একের পর এক বিতর্ক ক্রমশ সৃষ্টি হতে থাকে।
সম্প্রতি, জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে নামে আর এবার সেই ক্ষোভ ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি জেলা স্কুলেও। এদিন উক্ত স্কুলের সকলেই বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নামে। এক্ষেত্রে স্কুলের শতাব্দি প্রাচীন ঐতিহ্য ভঙ্গ হতে পারে বলে দাবি তাদের।
এই প্রসঙ্গে এদিন রাজেশ সাহা নামে এক অভিভাবক জানান, “আমাদের এই স্কুলটি শতাব্দী প্রাচীন। কালো প্যান্ট এবং সাদা জামা ঐতিহ্যের প্রতীক। সরকারের সিদ্ধান্তের জেরে তা পাল্টানোর পক্ষে আমরা নই।” অপর এক অভিভাবক বলেন, “গত বৃহস্পতিবার নীল সাদা পোশাক প্রদান করা হয়েছে। আমরা এই সম্পর্কে কিছুই জানতাম না। আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।”
পড়ুয়া থেকে অভিভাবকরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেও এই প্রসঙ্গে কোন মন্তব্য করেনি স্কুল কর্তৃপক্ষ। অপরদিকে জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন, “স্কুলের তরফ থেকে এখনো অব্দি কিছু জানানো হয়নি। তবে আমি খোঁজ নিচ্ছি।”