এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা, গোপনে DI দের কাছে পৌঁছে গেল ‘যোগ্য’দের তালিকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অযোগ্য হিসেবে ‘দাগি’ নন, এমন শিক্ষক শিক্ষিকাদের আপাতত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যোগ্য অযোগ্য কারা, তা জানা যাবে কী করে? এই মর্মে প্রশ্ন তুলে সোমবারই যোগ্য অযোগ্যদের (School Education Department) তালিকা চেয়ে এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সোম পেরিয়ে মঙ্গলবার সন্ধ্যা হয়ে গেলেও প্রকাশ করা হয়নি তালিকা। এখনো আচার্য ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যেই জানা গেল, যোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে ডিআই দের কাছে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর(School Education Department)।

ডিআই দের কাছে যোগ্যদের তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর (School Education Department)

সূত্রের খবর, কারা কারা স্কুলে যাবেন তার একটি তালিকা দিয়ে জেলা স্কুল পরিদর্শকদের একটি চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ মেনে চলার জন্যই স্কুল শিক্ষা দফতরের (School Education Department) পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, রাজ্য স্কুল শিক্ষা দফতরের চিঠিতে জানানো হয়েছে, এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ‘অযোগ্য’তার কোনো প্রমাণ নেই। তাই তাঁরা যাতে স্কুলে ফের যোগ দিতে পারেন সেই ব্যবস্থা যেন করা হয়।

School education department sent list to di

রায় সংশোধন করে সুপ্রিম কোর্ট: উল্লেখ্য, যোগ্য অযোগ্য আলাদা করা না যাওয়ায় ২০১৬ র গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে শীর্ষ আদালতের রায়ে কিছু সংশোধন এনে বলা হয়, যারা অযোগ্য হিসেবে ‘চিহ্নিত’ নন তারা আপাতত স্কুলে যেতে পারবেন। ৩১ শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই প্রেক্ষিতেই এবার আদালতের নির্দেশ মেনে চলার কথা বলে ডিআইদের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর (School Education Department)। কিন্তু এর পরেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরো পড়ুন : বিধায়কদের ‘বেলাগাম’ খরচে বাধা! তৃণমূল নেতারই ৬৫ হাজারের চশমার বিল দেখে বড় পদক্ষেপ মমতার

চিঠি নিয়ে উঠছে প্রশ্ন: কেন এত লুকোচুরি? যে তালিকা সাইটে প্রকাশ করার কথা ছিল, তা সরাসরি ডিআই দের কাছে পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তা প্রকাশ করতে এত আপত্তি কেন? স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে অবশ্য দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন : শোভন-রত্নার ডিভোর্স মামলা! ‘ডেডলাইন’ বেঁধে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, এর আগে খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসির তরফে জানানো হয়েছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা তাঁদের কাছে রয়েছে। সোমবার ছটার পরেই তা প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তা প্রকাশ করা হয়নি। পরে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। তাই তা করলে আদালতের অবমাননা হতে পারে। অথচ এবার ডিআই দের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X