পড়ুয়াদের জন্য বড় খবর! গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে স্কুল? জানাল স্কুল শিক্ষা দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চৈত্র মাসেই হাঁসফাঁস গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়। এই অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে আগেভাগেই গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ছে। কিন্তু সেই ছুটি কতদিন চলবে? এবার বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর (School Education Department)।

রাজ্যের স্কুলগুলিতে কতদিন গরমের ছুটি (Summer Vacation) থাকবে?

মার্চ মাসেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিলেও বজায় রয়েছে সেই ধারা। এই অস্বস্তিকর গরম থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়। গত সপ্তাহে নবান্নে থেকে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিল থেকে বাংলার বিদ্যালয়গুলিতে গরমের ছুটি শুরু হবে।

এবার চলতি বছরের ‘সামার ভ্যাকেশন’ (Summer Vacation) সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এপ্রিল মাসের ৩০ তারিখ থেকেই গরমের ছুটি পড়ছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি এই ছুটি চলবে। অর্থাৎ গরমের ছুটি কাটিয়ে কবে স্কুল খুলবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। পরবর্তী নির্দেশের মাধ্যমে একথা জানানো হবে।

আরও পড়ুনঃ সুপ্রিম-রায়ে খুইয়েছেন চাকরি! শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় সিদ্ধান্ত চাকরিহারাদের

ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে একথা জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অতিরিক্ত গরমের ছুটির জেরে যদি পঠন-পাঠনে বিঘ্ন ঘটে, তাহলে স্কুল খোলার পর বাড়তি ক্লাস করিয়ে তা পূরণ করা হতে পারে।

This school started special class on Sunday after summer vacation to complete syllabus

উল্লেখ্য, চলতি বছর রাজ্যের বিদ্যালয়গুলিতে ১১ দিন (রবিবার বাদে) গরমের ছুটি থাকার কথা ছিল। গত বছরের শেষের দিকেই চলতি বছর তথা ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে গরমের ছুটির পাশাপাশি এই বছরের অন্যান্য মাসগুলিতে কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে তার উল্লেখ ছিল।

সেই ছুটির তালিকা অনুযায়ী, এই বছর ১২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation) শুরু হওয়ার কথা ছিল, চলতো ২৩ মে অবধি। তবে দাবদাহ পরিস্থিতির দিকে নজর রেখে আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X