NEET, ইউজিসি NET বিতর্কের মাঝেই এবার স্থগিত TET, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ইউজিসি নেট, নিট নিয়ে উত্তাল দেশ। দুই সর্বভারতীয় স্তরের পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে রীতিমতো তোলপাড়। দুর্নীতির রহস্যভেদ করতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর এসবের মাঝেই এবার স্থগিত টেট। আগামী ২৬ থেকে ২৮ জুন টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট হওয়ার কথা ছিল। তবে তার আগেই বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফে টেট স্থগিত করে দেওয়া হল।

শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণে টেট স্থগিত করা হচ্ছে। তবে খুব শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। ডাক্তারির প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা বাতিলের দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন। সুপ্রিম কোর্টে চলছে মামলা।

এদিকে নিট বিতর্কের মাঝেই চলতি সপ্তাহে ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষার পরদিনই নেট পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। জানা যায়, পরীক্ষার আগেই নেট পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছিল। গতকালই সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষাও স্থগিত করা হয়। আর এবার স্থগিত হল টেট পরীক্ষাও।

primary tet

আরও পড়ুন: বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী দু’ঘণ্টায় কলকাতা সহ ভিজবে একাধিক জেলা: আবহাওয়ার খবর

যদিও জানা গিয়েছে প্রশ্ন ফাঁস বা কোনো দুর্নীতির জেরে বিহারের টেট পরীক্ষা স্থগিত করা হয়নি। একইদিনে দুটি পরীক্ষা পড়ে যাওয়ার কারণে টেট পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৬ থেকে ২৮ জুন ছিল টেট এর তারিখ ওদিকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হেডমাস্টার পদে নিয়োগের পরীক্ষা রয়েছে আগামী ২৮ ও ২৯ জুন। একই সঙ্গে দুটি পরীক্ষা হওয়ার কারণেই টেট পরীক্ষা স্থগিত করা হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর