বাংলা হান্ট ডেস্কঃ গোয়া সফর সেরে বাংলায় এসে আর দেরি না করেই পুরভোটের প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফুলবাগানে কলকাতা পুরসভার নির্বাচনী প্রচারে নেমে প্রথম জনসভা করেন তৃণমূলের সুপ্রিমো। ফুলবাগানের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউশনের উল্টো দিকেই মুখ্যমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখান থেকেই তিনি আজ বক্তব্য পেশ করেন।
কিন্তু অবাক করা বিষয় হল, আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউশনে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণবশত তা হয়নি। কেন আজকের পরীক্ষা বাতিল হল, মুখ্যমন্ত্রীর সভার সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কী না, তা এখন স্পষ্ট নয়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউশনের রুটিন অনুযায়ী, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২:১৫ মিনিট পর্যন্ত মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞান পেপার ছিল। এছাড়াও ১১টা থেকে ১টা পর্যন্ত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হওয়া কথা ছিল। কিন্তু এই তিনটির কোনও পরীক্ষাই হয়নি এদিন।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও জবাব পাওয়া যায়নি। তবে স্কুলের এক স্টাফ বলেছেন, এদিন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সকালেই তা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু কেন পরীক্ষা হয়নি, তা নিয়ে জানা নেই।
এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীর কাশী সফরে আচমকাই তিনি রাতের বেলায় বারাণসী স্টেশনে যান। ওনার এই ঝটিকা স্টেশন সফরের কারণে ৫ কিমি দূরে কয়েক ঘণ্টা ধরে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেদিনের ঘটনাটি কাকতালীয় ছিল না, আজকেরটিও না।”