বাংলা হান্ট ডেস্ক: বাঁচাতে হবে জল, তা করতে গিয়ে তেলেঙ্গানার মেডাক শহরের আদিবাসী উন্নয়নে গঠিত স্থানীয় একটি স্কুলে ১৮০ জন ছাত্রীকে চুল কাটার নিদান দেওয়া হল স্কুল প্রশাসনের তরফ থেকে।
স্কুলের ছাত্রীবাসে দেখা দেয় জল সংকট সেই কারণেই স্কুলের প্রধান শিক্ষক এই নির্দেশিকা জারি করে সকল ছাত্রীকে চুল কাটতে বলেন। যার জেরে নিজেদের চুল কেটেছে ১৮০ জন ছাত্রী।
সেই স্কুলে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর কথায়, তার চুল কাটার কোন ইচ্ছাই ছিল না, কিন্তু প্রধান শিক্ষকের আদেশে চুল কাটতে বাধ্য হয়েছে সে। ওই ছাত্রী আরো জানিয়েছে, আমার বাবা মায়ের কাছে এই ঘটনা এখনো অজানা।’
অন্য অনেক ছাত্রীরাও তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চুল কাটার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, অনেকে আবার এও জানিয়েছে, যে হঠাৎ চুল কাটার কারণে তাদের অনেককে বাড়িতে অনেক শাস্তি পেতেও হয়েছে।