হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা হলেও ব্রাত্য দেশবন্ধু,স্কুলের ছুটির তালিকায় বড় বদল

Published On:

রাজ্যের শিক্ষাদপ্তর আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছুটির  তালিকা প্রকাশ করেছে তাতে বেশ কিছু বদল করেছে সরকার। হরিচাঁদ ঠাকুর (Harichand Thakur ), নেপালী কবি ভানুভক্তের (Bhanu Bhakt)  জন্মদিবসে ছুটি ঘোষণা করা হলেও দ্বিশততম জন্মবর্ষে ব্রাত্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Chitranjan Das) ৷ পাশাপাশি গরমের ছুটি কমলেও  বাড়ছে পুজোর ছুটি। সব মিলিয়ে অনেকটাই রদবদল হয়েছে স্কুলের ছুটিতে। জেনে নিন আগামী শিক্ষাবর্ষে কবে কবে ছুটি থাকছে

আগামী শিক্ষাবর্ষে মোট ৬৫ দিন ছুটি রয়েছে। ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। পুজোর ছুটি থাকবে টানা ২৬ দিন। ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত থাকছে পূজাবকাশ। নতুন করে দুটো ছুটির দিন বাড়ছে স্কুল পড়ুয়াদের। ১৮ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিবসে ছুটির ঘোষণা হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে  ৯ এপ্রিল, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও। ছট পুজোর ছুটি ঘোষণা হয়েছে টানা দুদিন।

নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলোতে।  যদিও এই তালিকাতে স্থান হয় নি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও অক্ষয়কুমার দত্তের। দ্বিশততম বর্ষে এই দুই মনীষীর জন্মদিনে ছুটি না ঘোষণা হওয়ায় অনেকেই সন্তুষ্ট নন।

আগামী শিক্ষাবর্ষে মোট ২৩৬ দিন  পঠন-পাঠন হবে বলে জানানো হয়েছে। তবে  যেসব স্কুলে মাধ্যমিকের সিট পড়বে সেগুলিতে  ২২৭ দিন পঠন পাঠন হবে। উচ্চমাধ্যমিকের সিট পড়া স্কুল গুলির ক্ষেত্রে  ২২৩ দিন স্কুল হবে। এই স্কুলগুলিকে আরো ৫ দিন অতিরিক্ত ছুটি নেওয়ার অধিকারও দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

X