১২ ই ফেব্রুয়ারী থেকে রাজ্যে খুলছে স্কুল, অবশ্যই মানতে হবে এই সকল নির্দেশাবলী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে দীর্ঘদিন স্কুল (school) কলেজ বন্ধ ছিল। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ই ফেব্রুয়ারী থেকে আবারও নতুন করে চালু হচ্ছে স্কুল। তবে ক্লাস হবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এই করোনা আবহের মধ্যে সমস্ত বিধি নিষেধ মান্য করে, অভিভাবকদের সম্মতি নিয়েই তবেই স্কুলে আসবে ছাত্রছাত্রী।

assam schools

স্কুল খুললেও এখনই কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্যই স্কুল খোলা হয়েছে। ধাপে ধাপে পরবর্তীতে সবার জন্যই খোলা হবে। তবে এই পরিস্থিতিতে স্কুল খোলার বিষয়ে ২৮ পাতার গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, যা অবশ্যই মান্য করতে হবে সকলকে।

দেখে নিন সেই সকল নিয়মাবলী-

সাবান দিতে ভালো করে হাত ধুয়ে, তারপর স্কুলে ঢুকতে হবে।

108098

স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে।

বারবার হাত ধুতে হবে।

গ্লাভস, টুপি না ব্যবহার করলেও চলবে। কিন্তু মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

সোশ্যাল ডিসট্যান্সিং মেনে প্রতি দুজনের মধ্যে ১ মিটারের দূরত্ব মেনে চলতে হবে।

শারীরিক অসুস্থতা থাকলে স্কুলে যাওয়ার প্রয়োজন নেই।

খেলাধুলো এবং শরীরচর্চার পাঠ আপাতাত বন্ধ রাখতে হবে।

38769199 401

নিজস্ব জলের বোতাল নিতে হবে এবং অন্যের সঙ্গে টিফিন ভাগ করা যাবে না।

কোন ধরণের ধাতব আংটি বা চেন ব্যবহার করা যাবে না।

একঘরে বেশি ছাত্রছাত্রীদের রাখা যাবে না। পৃথক পৃথক ঘরে বসাতে হবে।

ছাত্রছাত্রীরা যাওয়ার আগেই জীবাণুমুক্ত করতে হবে গোটা স্কুল বিল্ডিং।


Smita Hari

সম্পর্কিত খবর