বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা হানা দেওয়ার পর ২০২০-র মার্চ মাসে লকডাউন ডেকেছিল কেন্দ্র। এরফলে গোটা দেশ হয়ে গিয়েছিল স্তব্ধ। অফিস, আদালত সহ স্কুল, কলেজ এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঝুলেছিল তালা। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল তুমুল আশঙ্কা। যদিও, অনলাইনে চলেছিল পঠন-পাঠন। তবুও, স্কুলে গিয়ে পড়াশোনা আর ঘরে মোবাইলে বা কম্পিউটারের সামনে পড়াশোনার মধ্যে ছিল বিস্তর ফারাক। এছাড়াও পরীক্ষা নেওয়া পর্যন্ত হয়ে গিয়েছিল বন্ধ।
গোটা দেশের মতো বাংলারও পরিস্থিতি একই ছিল। সবার মনে প্রশ্ন উঠেছিল যে ভোট, পুজো হলে স্কুল কেন বন্ধ রাখা হবে? তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজো মিটতেই ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি হয়েছে বিভিন্ন মহল।
এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি রাজ্যের মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দেন। তিনি বলেন, ‘১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হোক। তাঁর আগে স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।” তবে এটা জানা যায় নি যে, স্কুলে কতজন পড়ুয়া একসঙ্গে ক্লাস করতে পারবে, বা নিয়মিত ক্লাস হবে কী না?
উল্লেখ্য, পুজোর আগেই মুখ্যমন্ত্রী আভাস দিয়েছিলেন যে, কালীপুজো মিটতেই রাজ্যে স্কুল কলেজ খোলা হতে পারে। আর এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে করোনার মধ্যে স্কুল খোলা হলে যাতে পড়ুয়াদের কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়, সেদিকেও নজর রাখতে হবে।