অবশেষে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ SSC-র, হাইকোর্ট চাপ দিতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : শেষ পর্যন্ত সামনে এলো অযোগ্য শিক্ষকদের নাম। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ১৮৩ জনের নাম প্রকাশ করেছে। এনারা হলেন ২০১৬ সালের নবম ও দশম শ্রেণীর জন্য এসএসসি প্রার্থী। আগামী ২৪ ঘন্টার মধ্যে এইসব ব্যর্থ শিক্ষকদের নাম প্রকাশ করতে হবে বলে আদেশ দেয় হাইকোর্ট। এরপরেই কমিশন কয়েক ঘন্টার মধ্যে তাদের ওয়েবসাইটে এইসব নামের তালিকা প্রকাশ করেছে।

এইসব প্রার্থীদের নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, তারা কোন বিষয়ের ওপর এই চাকরি পেয়েছে সব প্রকাশ করা হয়েছে ওই ওয়েবসাইটে। এই তালিকা থেকে একটা জিনিস নিশ্চিত করা গেছে এই যে ব্যর্থ বা অযোগ্য প্রার্থীরাই বিশেষ করে এই চাকরি পেয়েছেন। এছাড়াও সংখ্যালঘু বা স্পেশাল ক্যাটাগরিতেও এইসব প্রার্থীর সংখ্যাই বেশী এবং তারাও চাকরি পেয়েছেন।

   

সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে, যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে ৭৫- ৮০% প্রার্থীরা এখন রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরিরত। সিবিআই-এর দাবী তারা আগে যখন তদন্ত করছিলেন তারা প্রায় ৯৪২ জন প্রার্থীর খোঁজ পান। এবং তারাই খোঁজ পান যে তাদের মধ্যে ৭৯৬ জন ইতিমধ্যে বহাল তবিয়তে চাকরি করছেন।

  ssc 1

আর এই তদন্তের ওপর নির্ভর করেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দেন চাকরি প্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে। এছাড়াও জানতে চাওয়া হয় তারা বর্তমানে কোন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই সমস্ত তথ্য ৩ দিনের মধ্যে তাদের স্কুল ইন্সপেক্টরকে জমা দিতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর