এবার OMR এর কার্বনকপি হাতে পাবেন পরীক্ষার্থীরা? নিয়োগে স্বচ্ছতা আনতে একগুচ্ছ বদলের প্রস্তাব SSC-র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি (School Commission) নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর রায়ের পর সম্প্রতি রায়ে কিছু সংশোধন এনেছে সুপ্রিম কোর্ট। চাকরিহারা কিন্তু ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকরা আপাতত যেতে পারবেন স্কুলে। অন্যদিকে আগামী ৩১ শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে এসএসসি এবং রাজ্য সরকারকে। তার মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। জানা যাচ্ছে, তার আগে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদল আনতে চলেছে এসএসসি (School Service Commission)। সেগুলি স্কুল শিক্ষা দফতরে প্রস্তাব আকারে পাঠানো হবে। অনুমতি পেলেই বদলানো হবে নিয়োগ প্রক্রিয়া।

নিয়োগ প্রক্রিয়ায় বড় বদল আনতে চলেছে এসএসসি (School Service Commission)

স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় যে বদলগুলি আনার কথা ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম ওএমআর শিট। জানা যাচ্ছে, নতুন প্রস্তাবে পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপি হাতে পাবেন। এমনকি পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ফলপ্রকাশের আগেই উত্তরপত্র প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই উত্তরপত্র থেকেই পরীক্ষার্থীরা ধারণা করতে পারবেন যে কে কত নম্বর পাবেন।

School service commission to recruitment

কী কী পরিবর্তন আনার সম্ভাবনা: পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার প্রস্তাব থাকছে বলে খবর। যদিও সবটা এখনো রয়েছে আলোচনায়। এপ্রিলের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া বিধি স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে বলে খবর। সেই প্রস্তাবে সরকারের সায় এলেই সেই মতো এগোনো অবশ্য জানা যাচ্ছে, নিয়োগ বিধি বদলানোর জন্য ২০২২ সাল থেকেই উদ্যোগী হয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। নতুন নিয়োগ বিধির খসড়া প্রস্তুত করে স্কুল শিক্ষা দফতরে পাঠানোও হয়েছিল। ২০২৩ পর্যন্ত তা নিয়ে আলোচনার পর আর কথা এগোয়নি বলেই খবর।

আরো পড়ুন : দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি! আজ কালবৈশাখী ঝড় এই ৬ জেলায়: আবহাওয়ার খবর

আগেও বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল: জানা যাচ্ছে, ওই পুরনো খসড়াটি কিছু পরিবর্তন করেই তা শিক্ষা দফতরে আবারও পাঠানো হবে। বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও নাকি শুরু করেছেন এসএসসি চেয়ারম্যান।

আরো পড়ুন : মুর্শিদাবাদ অশান্তিতে এবার ‘অ্যাকশনে’ NIA? রাজ্যের চাপ বাড়িয়ে বড় নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, এসএসসি (SSC Scam) চাকরি বাতিলের মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে রায়ে কিছু সংশোধন এনেছে সুপ্রিম কোর্ট। যাঁরা ‘দাগি’ নন তাঁদের আপাতত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আপাতত নবম দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক শিক্ষিকারাই যেতে পারবেন স্কুলে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে (SSC Scam) নির্দেশ দিয়েছে আদালত। তবে শিক্ষক শিক্ষিকারা আপাতত ছাড় পেলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আগের রায়ই বহাল থাকছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X