বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই এবার চতুর্থ দফার কাউন্সেলিং-এর দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং-এর দিন ঘোষণা করল এসএসসি। জানা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়ে যাবে এই কাউন্সেলিং পর্ব। কোন কোন স্কুলের জন্য কাউন্সেলিং হবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি তার তালিকা প্রকাশ করা হবে।
চতুর্থ দফার কাউন্সেলিং-এর দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)
প্রসঙ্গত এর আগেও তিন দফায় কাউন্সেলিং হয়েছে মোট ১২,০৬৮ জন প্রার্থীর। গত বছর দুর্গাপুজোর আগে দু’টি পর্যায়ে এই প্রক্রিয়া চালায় এসএসসি (School Service Commission)। এই কাউন্সেলিং শেষে সেখানে নিয়োগপত্র হাতে পেয়েছিলেন মোট ১৮৬ জন প্রার্থী। দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং পর্ব। এরপর ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছিল।
আরও পড়ুন: আরও চাপে রাজ্য! এবার বেতন বাড়ানোর দাবিতে সরব কলকাতা পুরসভার কাউন্সিলাররা, হৈচৈ শুরু
কমিশন সূত্রে খবর, আগামী মাসে চতুর্থ দফায় মোট ২৬১ জন প্রার্থীকে ডাকা হবে। তাঁদের মধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন ৯,১৯৪ জন প্রার্থী। প্রথম দফার কাউন্সেলিং-এ ডাকা হয়েছিল মোট,৮ হাজার ৭৪৯ জনকে। এছাড়া দ্বিতীয় দফায় ডাকা হয়েছিল ২ হাজার ৫৯৫ জন প্রার্থীকে এবং তৃতীয় দফায় ডাকা হয় মোট ৭২৪ জনকে।
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছেন মোট ১ হাজার ৮৯৮ জন প্রার্থী। তবে সুপারিশপত্র পেয়ে স্কুলে গিয়েও চাকরিতে যোগ দেননি এমন প্রার্থীর সংখ্যা কত? তা এখনই স্পষ্ট জানাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। যাঁরা স্কুলে যোগদান করছেন না, তাঁদের পদগুলি নথিভুক্ত করা হচ্ছে। জানা যাচ্ছে এই সমস্ত পদে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিংয়ের ডাকা হবে।