পেট ভরে সকলে খেয়েছিল ভাত, কিন্তু ভাতেই লুকিয়ে ছিল মারণফাঁদ, ছুটতে হলো হাসপাতালে, কি ঘটলো?

বাংলা হান্ট ডেস্ক: মিড ডে মিল (Mid-Day Meal) স্কুলের বাচ্চাদের কাছে অন্ন সংস্থানের অন্যতম উৎস। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বাচ্চাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিড ডে মিল (Mid-Day Meal) আছে বলেই এক বেলা খাবারের চিন্তা করতে হয় না। তবে মিড ডে মিলে (Mid-Day Meal) ভালো খাবার পাওয়া যেনো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এবার একটি স্কুলে মিড ডে মিলে ভালো খাবারের আয়োজন করা হয়। আর একথা বাচ্চাদের কানে ওঠার পর থেকে যেন তাদের মনে এক আলাদাই উত্তেজনা তৈরী হয়েছে। ক্লাসে কোনভাবেই মন বসাতে পারছিলেন না পড়ুয়ারা।

টিফিনের ঘন্টা বাজতেই থালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন পড়ুয়ারা। গরম গরম ভাত সাথে সুস্বাদু পদ পেয়ে তৃপ্তি ভরে, পেট ভরে খান তারা। তবে খাওয়ার কিছুক্ষণ পরেই যেনো স্কুলের চিত্রপট যেন বদলে যায়। একের পর এক পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে থাকে। ভাত খেয়েই অসুস্থ হয়ে পড়েন তারা। এরপর তাদের নিয়ে ছুটতে হয় হাসপাতালে। ৫০ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ জন পড়ুয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

School students fell sick after eating mid-day meal

মিড ডে মিল (Mid- Day Meal) খেয়ে অসুস্থ হয়ে পড়ে স্কুলের বাচ্চারা:

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলায়। সেখানের মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ হাইস্কুলে মিড ডে মিল খেয়েই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। তথ্য সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিল (Mid- Day Meal) খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই তাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে শুরু করে। কারোর পেটে ব্যথা, কারো বমি, কারোর মাথা ঘুরে যায়। কিন্তু অবস্থা গুরুতর হলেই ওখানকার শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করেন।

আরো পড়ুন : শাহরুখের এই নায়িকাকেই বিয়ে করতে চেয়েছিলেন সলমন, অভিনেত্রীর বাবাকে প্রস্তাব দিতেই যা হয়…

একসাথে প্রায় ৫০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৮ জন পড়ুয়া অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বর্তমানে তাদের মাকটাল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : এক্কেবারে জলের দরে জ্যাকেট-শাল! শীতবস্ত্রের ব্যাপক কালেকশন পাবেন কলকাতার এইসব জায়গায়

ঠিক কি কারনে তারা অসুস্থ হয়ে পড়লেন?
এই বিষয় জানা গিয়েছে, মিড ডে মিল খাওয়ার ঠিক কিছুক্ষণ পরই পড়ুয়ারা অসুস্থ হতে শুরু করেন। প্রথমদিকে বিষয়টি অতটাও গুরুত্ব না দিলেও একের পর এক পড়ুয়া বমি শুরু করে। এরপর আবার কিছু পড়ুয়া অজ্ঞান হয়ে যায়। এর ফলে চিন্তিত হয়ে পড়েন স্কুল শিক্ষক-শিক্ষিকারা। এই বিষয়ে কিছু পড়ুয়া অভিযোগ তুলেছেন, যে মিড ডে মিলের ভাত কাঁচা ছিল। একই সাথে খাবারের গুণমান নিয়েও অধিকাংশ প্রশ্ন তোলেন। তবে সঠিক কি কারনে হয়েছে সেই বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ।

ঘটনাটি কানে যাওয়া মাত্রই, সেই বিষয় খোঁজ নেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভস্থ রেড্ডি। সেই সাথে, যে কজন পড়ুয়া হাসপাতালে ভর্তি আছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেন, সাথে তাদের যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর