বাংলাহান্ট ডেস্ক : নতুন ক্লাসে উঠলে সবারই তো ইচ্ছে করে, নতুনভাবে নতুন ক্লাসে ওঠার প্রথম দিনটিকে একটু বিশেষভাবে উদযাপন করার, একটু অভ্যর্থনা পাওয়ার। আগে অবশ্য আর একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হলে মিলতো নবীন বরণ কিন্তু সেই নিয়মের আরেকটু উন্নতি ঘটলো। এবার শুধু একাদশেই নয়, প্রতিটি শ্রেণীতেই ছাত্র-ছাত্রীরা পাবে বরণ অনুষ্ঠান।
এই নতুন নিয়মটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং সেই বিষয়ে রাজ্যশিক্ষা দপ্তর থেকে ১৩ টি দফায় একটি বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। শিক্ষা দপ্তর থেকে এই ১৩ দফার নির্দেশিকা অনুযায়ী নিয়মটিকে গ্রাজুয়েশন সেরেমনি নাম দেওয়া হয়েছে।প্রতিবছর এই অনুষ্ঠান পালন করা হবে প্রতিটি স্কুলে ২ রা জানুয়ারি।
আসুন বিস্তারিত ভাবে দেখে নিই ১৩ দফার এই নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে ।
১) প্রতি ক্লাসে এই নবীনবরণ অনুষ্ঠানটি যার নাম দেওয়া হয়েছে গ্রাজুয়েশন সেরেমনি, পালিত হবে ২ রা জানুয়ারি ।
২) নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সমস্ত ছাত্র ছাত্রীকে আবশ্যিকভাবে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সম্মান জানাতে হবে।
৩) প্রতিটি নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের তাদের শ্রেণী শিক্ষিকারা চকলেট মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানাবেন।
৪) শ্রেণী শিক্ষিকারা আনুষ্ঠানিক ভাবে ছাত্র-ছাত্রীদের বরণ করে নেবেন।
৫) এই বিশেষ অনুষ্ঠানে প্রত্যেকটি পড়ুয়া তার শ্রেণি শিক্ষিকাকে নিজের পরিচয় ব্যক্ত করবে।
৬) নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীকে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে অবগত করবেন এবং স্কুল ইউনিফর্ম , খাতা,বই , মিড ডে মিল ইত্যাদি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া প্রতিটি পরিষেবা সম্পর্কে অবগত করবেন।
৭) বিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে করা হবে একটি ফটোগ্রাফ কর্নার যেখানে ছাত্রছাত্রীরা তাদের ছবিসহ জন্ম তারিখ লাগিয়ে রাখবে।
৮) প্রতিবছর নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের তাদের শ্রেণী শিক্ষিকার সাথে একটি গ্রুপ ফটো নিতে হবে এবং সেই ছবিটি লাগাতে হবে ফটোগ্রাফ কর্নারে।
৯ ) প্রধান শিক্ষক তার নিজের স্বাক্ষর সহ একটি করে ধন্যবাদ জ্ঞাপক চিঠি প্রতিটি ছাত্র ছাত্রীকে দেবে।
১০) নির্দিষ্ট সময়সীমার মধ্যে শ্রেণী মনিটর , মিড ডে মিল মনিটর , স্পোর্টস মনিটর , সাংস্কৃতিক মনিটর নির্বাচন করে নিতে হবে শ্রেণী শিক্ষিকাকে।
১১) ছাত্র ছাত্রীদের গ্রুপ লার্নিং এ আগ্রহী করে তুলতে হবে।
১২) শ্রেণীতে যথাযথ ভাবে ছাত্র ছাত্রীদের বসার ব্যবস্থা করতে হবে ।
১৩) এই নবীনবরণ এর অনুষ্ঠানের ছবি প্রতিবছর তুলতে হবে এবং সেই সকল ছবি একত্রে করে একটি তথ্যচিত্র রূপে প্রকাশ করতে হবে ।