বাংলা হান্ট ডেস্ক : ট্যাব দিতেই হবে না হলে কিছুতেই রাস্তা ছাড়বে না পড়ুয়ারা। প্রত্যেক রাজ্য সরকারের তরফ থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের (School Students) ট্যাব কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু এবার এই ট্যাবের টাকা না পেয়েই আন্দলনে নাম নামলেন একদল স্কুল পড়ুয়া (School Students)।
ট্যাবের দাবিতে স্কুল পড়ুয়াদের (School Students) আন্দোলন
অভিযোগ আশেপাশের সমস্ত স্কুলের পড়ুয়ারা (School Students) নির্দিষ্ট সময়ে ট্যাবের টাকা পেয়ে গেলেও মুর্শিদাবাদের কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের পড়ুয়ারা বিগত কয়েকদিন ধরে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছেন না। তারই প্রতিবাদে এদিন রাস্তায় মধ্যেই বসে পড়ে আন্দোলন শুরু করে একদল পড়ুয়া। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক।
পড়ুয়াদের দাবি আশেপাশের সমস্ত স্কুলে টাকা দেওয়া হলেও তাদের শুধু দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু ট্যাব আর তাদের হাতে আসছে না কিছুতেই। এবার এই কারণেই ট্যাবের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে পড়ুয়ারা। ‘ট্যাব চাই,ট্যাব চাই,ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা।’ এদিন এই স্লোগান দিয়েই রাস্তার মধ্যে বসে পড়েন একদল পড়ুয়া।
আরও পড়ুন : হাই কোর্টের নির্দেশ খারিজ! উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘সুপ্রিম’ রায়দান শীর্ষ আদালতের
প্রথমে সাগরপাড়ায় পথ অবরোধ করে বাঁশ দিয়ে রাস্তা আটকে শুরু হয় আন্দোলন। এরফলে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস থেকে লরি। যদিও পড়ুয়াদের আন্দোলনের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, ‘আশেপাশের প্রায় সব স্কুলে পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের শুধু আশা ছাড়া আর কিছুই মেলেনি। তাই আমাদের বিক্ষোভ দেখানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
অন্যদিকে স্কুল পড়ুয়ার পথ অবরোধ করেছে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রধান শিক্ষক। তিনি স্কুলের পড়ুয়াদের নানাভাবে বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা পড়ুয়ারা রাস্তা ছাড়তে নারাজ। এমনকি প্রধান শিক্ষকের সাথে তাদের বচসার ছবিও ধরা পড়ে। তবে এদিন ওই প্রধান শিক্ষক দাবি করেছেন শুধু তাদের স্কুলই নয় মোট ৭৫টি স্কুল নাকি এখনও ট্যাব পায়নি। তবে তিনি চেষ্টা করে চলেছেন যাতে টাকা তাড়াতাড়ি চলে আসে। কিন্তু পড়ুয়াদের স্পষ্ট দাবি ডিআই না আসা পর্যন্ত তাদের এই অবরোধ নাকি উঠবে না।