চাকরি দেওয়ার নামে তোলেন কয়েক লক্ষ টাকা! দিতে না পেরে পাওনাদারদের চাপে আত্মঘাতী শিক্ষক

বাংলা হান্ট ডেস্ক : আবারও টাকা নিয়ে চাকরি দেওয়া অভিযোগ। নাম করে এক স্কুল শিক্ষক একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। বহু দিন পেরিয়ে গেলেও চাকরি করে দিতে পারেননি তিনি। টাকা ফেরতের জন্য চাপ দিত পাওনাদাররা। জানা যাচ্ছে, সোমবার রাতে পাওনাদাররা বাড়িতে এসে হুমকিও দিয়ে যায়। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান ওই স্কুল শিক্ষক। দিন দুয়েক পরে একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওনাদারদের চাপে পড়েই ওই স্কুল শিক্ষক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ সামনে আসে। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুশমুন্ডি থানা এলাকার ঘটনা এটি।

পুলিস সূত্রে খবর, মৃত স্কুল শিক্ষকের নাম মানিক চন্দ্র সরকার(৪৭)। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার আকচা গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা তিনি। পেশা স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক। গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকেই নিঁখোজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহরের স্টেট বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিস। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, পাওনাদারদের চাপে পড়েই আত্মহত্যা করেছেন মানিকবাবু। এর পিছনে নাকি অনেকেরই হাত রয়েছে। তাদের নাম প্রকাশ্যে আনার দাবি জানায় পরিবার। ঘটনার তদন্ত করছে বালুরঘাট থানার পুলিস।

hanging

স্থানীয় সূত্রে খবর, মানিক চন্দ্র সরকার কুশমণ্ডি ব্লকের সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০০২ সালে প্রাথমিক শিক্ষকের কাজে যোগ দেন তিনি। পরিবারে দুই মেয়ে ও স্ত্রী এবং মা রয়েছেন। এলাকায় বেশ পরিচিত মুখ তিনি৷ জানা যাচ্ছে, বিগত কয়েক বছর ধরে তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকেই টাকা তুলেছেন বলে অভিযোগ। কাউকে নার্সের চাকরি, কাউকে বা অন্য কোনও সরকারি চাকরি করে দেওয়ার নাম করে তিনি ১ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছেন।

কিন্তু কারও চাকরি করিয়ে দিতে পারেননি তিনি। চাকরি না হওয়ায় টাকা ফেরতের জন্য মানিকবাবুকে হুমকি দিতে থাকে পাওনাদারেরা। গত সোমবার রাতে তাঁর বাড়িতে এসে টাকা চায় পাওনাদাররা এবং টাকা না পেয়ে তারা নানা হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর মঙ্গলবার সকালে বালুরঘাট যাবে বলে বাড়ি থেকে বেরোন মানিকবাবু৷ তারপর আর বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে মানিকবাবুর বালুরঘাটের একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Sudipto

সম্পর্কিত খবর