বাংলাহান্ট ডেস্কঃ হ্যাশ ট্যাগ মি টু (#MeToo) নিয়ে ২০১৮ সাল থেকেই তোলপাড় হচ্ছে বিনোদন জগৎ। বলিউডে (Bollywood) বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই একে একে বিখ্যাত অভিনেত্রীরাও মুখ খোলেন। এবার সেই যৌন হেনস্থা নিয়ে আবেগ ঘন চিঠি লিখে সরব হলেন আরও এক বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত।
যা থেকে ফের সংবাদের শিরোনামে উঠে এল #MeToo এর স্মৃতি। তবে এবার এই বাঙালি অভিনেত্রী ব্যক্তিগত স্তরে কাছের মানুষদের কাছ থেকেই যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে জানালেন।
বিস্ফোরক চিঠিতে মুনমুন লিখেছেন, স্কুলের এক শিক্ষক তাঁর অন্তর্বাসের মধ্যে হাত দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করেছিলেন। এমনকি শিক্ষক তাঁর ব্রার স্ট্র্যাপ ধরে স্তনে চড় মেরেছিলেন বলেও অভিযোগ করেন।
এমনকি আবেগঘন মুনমুন লিখেছেন, লিখতে লিখতে চোখ দিয়ে জল পড়ছে যে, পাশের বাড়ির কাকার দৃষ্টিতে তাঁর ভয় লাগত এবং সেই কাকায় তাঁকে নানান অছিলায় স্পর্শ করেছিলেন। এমনকি জন্মের সময় যে দাদা, তাঁকে দেখতে এসেছিলেন , তিনিও নাকি মুনমুনকে স্পর্শ করাটা নিজের অধিকার বলে মনে করতেন।
এর এসব কাউকে না জানানোর জন্য তাঁকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ করেন মুনমুন। বাবা-মাকে মুনমুন কিভাবে এসব জানাবেন তাও বুঝতে পারেন না বলে উল্লেখ করেন। আর এই সব স্মৃতি মন থেকে মুছতে তাঁর সময় লেগেছিল বহু বছর বলে জানান মুনমুন।
তবে মুনমুন (Munmun Dutta) এও জানান যে, এখন আর তিনি কাউকে ভয় পান না। এই ঘটনা গুলি তাঁর মনে পুরুষদের জন্য ঘৃণারও জন্ম দিয়েছিল বলে জানায় মুনমুন। এখন যদি তাঁর সাথে কেউ অভব্য আচরণ করেন, তাহলে তাঁকে ছেড়ে দেবেন না বলে জানান তিনি। তাঁর এই বিস্ফোরক চিঠিতে এও জানান যে, কিছু ভালো মানসিকতার পুরুষ আছে, যারা হয়ত, আমার এই যৌন হেনস্থার কথা শুনে বিষ্মিত হবেন।