ফাঁকিবাজির দিন শেষ! উৎসবের আবহে এক পদক্ষেপে রাতের ঘুম উড়ল শিক্ষকদের!

বাংলা হান্ট ডেস্কঃ দেরি করে স্কুলে ঢোকা থেকে শুরু করে সময়ের আগেই বেরিয়ে যাওয়া। মাঝেমধ্যেই বহু শিক্ষকের (School Teacher) বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে দেখা যায়। এবার এই নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে শিক্ষকদের আর কাজে ফাঁকি দেওয়ার কোনও সুযোগ রইল না!

  • শিক্ষকদের (School Teacher) ফাঁকিবাজি রুখতে কড়া পদক্ষেপ!

রিপোর্ট বলছে, ফাঁকিবাজ স্কুল শিক্ষকদের শায়েস্তা করার জন্য এবার বায়োমেট্রিক ব্যবস্থা (Biometric System) চালু হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দফতরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, পুজো মিটতেই স্কুল শিক্ষকদের হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে। সেই কারণে নয়া অ্যাপ আনা হবে বলে খবর।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা পরিকাঠামোয় সামগ্রিকভাবে বদল আনার কথা ভাবা হচ্ছে। সময় মতো স্কুলে (School) না আসা, সময়ের আগে বেরিয়ে যাওয়া, প্রশাসনিক কাজের বাহানায় স্কুল টাইমে অন্যত্র থাকা সহ শিক্ষকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সঙ্গেই শিক্ষকদের একাংশ নিয়মিত স্কুলে আসেন না বলেও অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা…’! ভাইফোঁটা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর নয়া গান, রইল ভিডিও

এসব কারণে সরকারি বিদ্যালয়ে (Government School) পড়ুয়াদের পড়াশোনার মান নিয়ে নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এমতাবস্থায় এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে, এবার থেকে প্রত্যেক শিক্ষককে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরার অ্যাপ ইনস্টল করতে হবে। সেখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেসলকের মতো ব্যবস্থা থাকার পাশাপাশি জিপিএসও থাকবে বলে খবর।

Government employees school teacher

স্কুল শিক্ষকদের (School Teacher) এবার বায়োমেট্রিক পদ্ধতিতে লগ ইন করে হাজিরা দিতে হবে। সেই সঙ্গেই জিপিএস ব্যবস্থার মাধ্যমে বোঝা যাবে, তাঁরা স্কুল টাইমে স্কুলের মধ্যেই আছেন কিনা। অর্থাৎ এবার থেকে স্কুলের সময় শিক্ষকরা অন্যত্র গেলে তা সঙ্গে সঙ্গে জানা যাবে। ইতিমধ্যেই নয়া এই ব্যবস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ব্যবস্থা চালু হলে স্কুল শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর