বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court(। বর্তমানে সুপ্রিম কোর্ট ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এর মাঝেই এবার কড়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ। সেখানে স্পষ্ট বলা হয়েছে, চাকরি চলে যাওয়ার কথা। সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে শিক্ষক মহলে (School Teacher)।
এবার বাতিলের মুখে এই শিক্ষকদের (School Teacher) চাকরি!
দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি অভিযোগ উঠছিল। সরকারি নির্দেশিকা জারি হলেও সরকারি স্কুলের বহু শিক্ষক-শিক্ষিকা হোম টিউশনি করাচ্ছিলেন বলে অভিযোগ। এবার এই মর্মেই কড়া নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ। সেখানে বলা হয়েছে, বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কোনও শিক্ষক-শিক্ষিকা যদি প্রাইভেট টিউশনি করান তাহলে তাঁর চাকরি চলে যাবে।
বাড়ি বাড়ি টিউশনির যে অভিযোগ উঠছে তার ওপর রাশ টানতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছ। সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা টিউশনি (Private Tuition) করতে পারবেন না, এই মর্মে আগেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও সেই নির্দেশিকাকে অমান্য করে অনেকে হোম টিউশনি চালিয়ে যাচ্ছিলেন। সেই বিষয়ে লাগাম টানতেই এবার কড়া সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ।
আরও পড়ুনঃ ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি! কতদিন থাকবে এই আবহাওয়া?
পূর্ব মেদিনীপুরের বহু জায়গা থেকে যেমন অভিযোগ আসছিল, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (School Teacher) বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশনও করাচ্ছেন। আর সেখানে ভিড় করছেন ছাত্রছাত্রীরা। এবার এই বিষয়ে রাশ টানতে কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর শিক্ষা সংসদ।
গত ১৮ জুলাই এই নোটিশ জারি করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই জেলার একের পর এক বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, এমন কিছু চোখে পড়লে ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের কথা বলা হয়েছে।