শিক্ষকদের জন্য বড় খবর! এবার চালু হচ্ছে একগুচ্ছ নিয়ম? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের (School Teacher) বদলির বিষয়ে সুবিধা করে দেওয়ার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তবে তাতে কোনও সুরাহা হয়নি। এই নিয়ে বিভিন্ন সময়ে নানান মহল থেকে অভিযোগ উঠে এসেছে। বিগত প্রায় আড়াই বছর এই পোর্টাল বন্ধও ছিল। সম্প্রতি আবার তা চালু হয়েছে। আর তারপরেই সামনে আসছে নয়া খবর!

শিক্ষকদের (School Teacher) বদলি নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম?

দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু হয়েছে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু বদলির আবেদন জমা পড়েছে। এই আবহে জানা যাচ্ছে, পারস্পরিক বদলির আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, এখনই বদলি হচ্ছে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আবেদনের ভিত্তিতে বদলি শুরু করবে সরকার।

এখানেই শেষ নয়! আরও জানা যাচ্ছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে এক বছরে নির্দিষ্ট সময়ে দু’বার বদলি করা হবে। এবার এমন নীতি আনা হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে শিক্ষা দফতর (School Education Department) সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ আরজি করের নির্যাতিতার দেহে অন্য মহিলার DNA কীভাবে? ‘ফাঁস’ করলেন খোদ বিচারক

এদিকে আবার উৎসশ্রী পোর্টাল চালু হলেও তা ঘিরে শিক্ষক (School Teacher) ও শিক্ষা কর্মীদের একাংশের তরফ থেকে অভিযোগ সামনে আসছে। তাঁদের দাবি, আবেদন করতে গিয়ে তাঁরা বাধার সম্মুখীন হচ্ছেন। এর মুখ্য কারণ হল, অন্তত ৫ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক বদলির জন্য আবেদন করা যাবে না। উদাহরণ হিসেবে বলা যায়, ৫ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন কোনও শিক্ষক নির্দিষ্ট কোনও বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে চাইছেন, কিন্তু সেই বিদ্যালয়ে ৫ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন কোনও শিক্ষক না থাকার কারণে তাঁর আবেদন গৃহীত হচ্ছে না।

এছাড়াও শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট পোর্টালে দেখা যাচ্ছে, যে বিদ্যালয়ে বদলির (Transfer) জন্য আবেদন করা হচ্ছে, তার বাইরেও বহু বিদ্যালয়ের শূন্যপদের তথ্য আসছে। তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনও রকম আইনি জটিলতায় না পড়তে হয়, সেই বিষয়ে সতর্ক শিক্ষা দফতর।

School teacher

অন্যদিকে ২০২৩ সালে সরকার সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল। এবার আগের যে বদলি করা হয়েছিল, সেটা রিভিউ করবে দফতর। শিক্ষা দফতর সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে এখনই সেখান থেকে ফের বদলি হবে না।

রিপোর্ট বলছে, সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রেও একটি লিস্ট বানানো হয়েছে। জেলাকেন্দ্রিক আবেদনের নিরিখে বদলি করা যাবে। জানা যাচ্ছে, যে সকল শিক্ষিকা (School Teacher) অসুস্থ কিংবা মেডিক্যাল গ্রাউন্ডে আছেন এবং যাদের সন্তান ছোট, তাঁদের বদলি গ্রাহ্য হবে না। এমনই বেশ কিছু নীতি আনা হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে শিক্ষা দফতর সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর