এবার James Webb Telescope সামনে আনল ব্রহ্মান্ডের নতুন রহস্য! জানলে রীতিমতো চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: মহাকাশের পরিধি কতটা বড় হতে পারে তা এখনও কল্পনা করা কঠিন। তবে, সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীদের (Scientist) শেয়ার করা একটি ছবি ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে। মূলত, জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের আরও দূরে উঁকি দিতে সক্ষম হয়েছেন। এমতাবস্থায়, ওই টেলিস্কোপে সম্প্রতি এমন একটি ছবি সামনে এনেছে যেখানে একসাথে ৪৫ হাজার গ্যালাক্সি দৃশ্যমান হয়েছে। কিন্তু মহাবিশ্বের শুরুতে এই ছবিটা এমন ছিল না। কারণ, নতুন গবেষণা বলছে অন্য কথা।

মূলত, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা JWST-এর মাধ্যমে নতুন আবিষ্কার করেছেন। এটি মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে একাধিক তথ্য সামনে এনেছে। Space.com-এর মতে, গবেষকদের দল আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৪২ তম সভায় প্রকাশ করেছেন যে তাঁরা মহাবিশ্বের একদম প্রথম দিকে থাকা কিছু গ্যালাক্সি শনাক্ত করেছেন। গবেষকরা বলছেন যে এগুলি সেই সময়কার গ্যালাক্সি যখন মহাবিশ্ব তার বর্তমান বৃদ্ধির মাত্র ৪ শতাংশ বিকশিত হয়েছিল। সেই সময় ব্রহ্মান্ডের বয়স ছিল মাত্র ৬০ কোটি বছর।

এই আবিষ্কারটি জেমস ওয়েব টেলিস্কোপের সাথে জড়িত JWST অ্যাডভান্সড ডিপ এক্সট্রাগ্যাল্যাকটিক সার্ভে (JADES) প্রোগ্রামের অংশ। এদিকে, এই আবিষ্কারের সাথে যুক্ত বিজ্ঞানী মার্সিয়া রাইকের মতে, তাঁরা জানতে চেয়েছিলেন কিভাবে প্রাচীনতম গ্যালাক্সিগুলি তাদের তারা অর্থাৎ নক্ষত্রগুলিকে একত্র করেছিল? পাশাপাশি, সেগুলির বিস্তারই বা কিভাবে হল? এছাড়াও, এই তারাগুলি কত দ্রুত তৈরি হয়েছিল এবং তারপরে কেন কিছু গ্যালাক্সি তারা তৈরি করা বন্ধ করেছিল? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা।

এই আবিষ্কার চলাকালীন দলটি ৫০ কোটি থেকে ৮৫ কোটি বছরের পুরোনো গ্যালাক্সি খুঁজে পেয়েছেন। যা বিগ ব্যাং এর পরে গঠিত হয়েছিল। এই সময়কালটিকে “Reionization”-এর যুগ বলা হয়। এটি এমন একটি সময় ছিল যখন সমগ্র মহাবিশ্ব একটি গ্যাসীয় বুদবুদ ছিল। এটি থেকে অতিবেগুনী রশ্মি থেকে শুরু করে এক্স-রে পর্যন্ত কিছুই বাইরে বেরোতে পারতনা। জ্যোতির্বিজ্ঞানীরা এই অনুসন্ধানের সময় ৭১৭ টি কম বয়সী গ্যালাক্সিকে খুঁজে পেয়েছেন। তারা হাজার হাজার আলোকবর্ষ দূরত্বে ছড়িয়ে আছে। এগুলি প্রমাণ করে দেখায় মহাবিশ্ব কত দ্রুত বিবর্তিত হয়েছে। পাশাপাশি, কিভাবে সেগুলি ৭১৭ থেকে ৪৫ হাজারে বেড়ে গেল এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।

WhatsApp Image 2023 06 10 at 4.21.07 PM

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিগ ব্যাং-এর পর, গ্যালাক্সিতে নক্ষত্রের সমাবেশ দ্রুত শুরু হয়। এর পরে, নতুন নক্ষত্রগুলি খুব দ্রুত তৈরি হতে শুরু করে এবং গ্যালাক্সিগুলি প্রসারিত হতে থাকে। কিন্তু এর মাঝে কিছু গ্যালাক্সি তারা তৈরি করা বন্ধ করে দেয়। তবে, সামগ্রিকভাবে সমগ্র ব্রহ্মান্ড তথা মহাবিশ্ব খুব দ্রুত বিকশিত হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর