ক্যান্সার বধের মোক্ষম অস্ত্র লুকিয়ে মাশরুম-ছত্রাকেই! দীর্ঘ গবেষণার পর আশার আলো দেখালেন বাংলার বিজ্ঞানী

বাংলাহান্ট ডেস্ক : মারণ রোগ ক্যান্সার (Cancer) নিয়ে গবেষণার শেষ নেই। বিভিন্ন ওষুধ আবিষ্কৃত হলেও, ক্যান্সারের ওপর থেকে মারণ রোগের তকমাটা এখনো মুছে যায়নি। তবে এবার আশার আলো দেখতে শুরু করেছেন বঙ্গের এক বিজ্ঞানী। আপনি শুনলে অবাক হবেন যে, বাংলা থেকে প্রাপ্ত এই জিনিসেই মিলল ক্যান্সার দমনকারী উপাদান। নিশ্চয়ই ভাবছেন সেটা কি?

পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় বর্ষাকালে, এক ধরনের মাশরুম বা ছত্রাক জন্মায় শাল-মহুয়া-বহেড়া গাছের গোড়ায়। আর সেই মাশরুম বা ছত্রাকই নাকি লুকিয়ে রয়েছে মারণ ব্যাধি ক্যান্সার (Cancer) প্রতিরোধের অস্ত্র। গবেষণার মাধ্যমে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করলেন রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের গবেষক ও বটানি বিভাগের প্রধান স্বপনকুমার ঘোষ।

ক্যান্সার (Cancer) প্রতিরোধের অস্ত্র

তাঁর এই গবেষণা জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক নেচার পত্রিকার সায়েন্স রিপোর্টে। এই মাশরুমের মধ্যে পাওয়া উপাদান সারভাইকাল থেকে শুরু করে স্তন, ফুসফুসের মত ভয়ংকর ক্যান্সার রোগ নিরাময়ে বড় ভূমিকা নিচ্ছে বলে দাবি করেছেন ওই বিজ্ঞানী (Scientist)। এই মাশরুমকে ইথাইল অ্যাসিটেটের জৈব দ্রাবকে ডুবিয়ে রাখার পর পাওয়া যায় মোট ৬১ রকমের কম্পাউন্ড।

আরও পড়ুন : এবার ভারতের দাস হয়ে যাবে পাকিস্তান? শরীফের একটি পরিকল্পনাতেই তোলপাড় শুরু, ব্যাপারটা কী?

সেই কম্পাউন্ডকে কুড়িটি কম্পাউন্ডে ভেঙ্গে এফ-১২ প্রোডাক্ট পাওয়া যায়। সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিড্যান্ট এফ-১২-এ মিলেছে বলে দাবি বিজ্ঞানীর। গবেষণায় বিজ্ঞানীর পর্যবেক্ষণ অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কেমোথেরাপি নেওয়ার ফলে, শরীরে যে রেজিস্ট্যান্স তৈরি হয়, সেই ড্রাগ রেজিস্ট্যান্ট আটকাতে সক্ষম এফ-১২।

আরও পড়ুন : তার সিকি ভাগও যদি করতে পারি! রচনাকে দিশা দেখছেন অভিষেক কীভাবে?

শুধু তাই নয়,ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটানো LDH-কে শরীর থেকে বের করে দিতেও পারে। ক্যানসার আক্রান্ত হওয়ার পরে, দেহে গার্জেন অফ জেনম নামে পরিচিত পি-৫৩ নামে জিন নিষ্ক্রিয় হয়ে যায়। সেই দিনকে ফের সক্রিয় করতে সক্ষম এফ-১২-এর। এফ-১২, BCL-2 নামে ক্যান্সারের (Cancer) অঙ্কো জিনকে দমিয়ে দিচ্ছে।

Scientist says Cancer treatment and mashroom importance.

তবে মাশরুম থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করার প্রক্রিয়া, এখনও অনেক দূর বাকি। ওষুধ তৈরির আগে সকাল বিকাল এই মাশরুম যদি ৫০ গ্রাম করে খাওয়া হয় তাহলে ক্যান্সার সহ আগাম ক্যান্সারকে রুখতেও সহায়তা করে এই এফ-১২ কম্পোনেন্ট। স্বপনকুমার ঘোষের এই গবেষণা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক নেচার পত্রিকার সায়েন্স রিপোর্টে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর