“৫০-৬০ নয়, দলে নিয়মিত হতে গেলে বড় ইনিংস খেলতে হবে”, এই ক্রিকেটারকে পরামর্শ আজহারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হনুমা বিহারী ২০১৮ সাল থেকে ভারতীয় টেস্ট স্কোয়াডের অংশ। তবে নিজের টেস্ট অভিষেক হওয়ার পর থেকে ২৮ বছর বয়সী বিহারী চার বছরে মাত্র ১৫টি টেস্টে মাঠে নেমেছিলেন। এই সময় তিনি ৩৫.১৩ গড়ে ৮০৮ রান করেছেন। একটি শতরানের পাশাপাশি ৫ বার অর্ধশতরানের গন্ডিও পেরিয়েছেন। মিডল-অর্ডারে নিজের যোগ্যতা প্রমাণের পরেও এখনও নিজেকে নিয়মিত করে তুলতে পারেনি। বাকি খেলোয়াড়দের চোট-আঘাত থাকলে তবেই বিহারীকে সুযোগ দেওয়া হয়ে থাকে।

বিহারী আসন্ন জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টের জন্য ভারতের ১৭-সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। টেস্ট ম্যাচটি ১লা জুলাই বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে। গতবছর হওয়া চারটি টেস্ট ম্যাচের মধ্যে দুটিতে জিতে ভারত বর্তমানে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। আসন্ন টেস্টে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করেন যে তাকে তিনি সুযোগ পান তাহলে একটি বড় স্কোর করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Hanuma Vihari

আজহার বলেছেন, “সুযোগটি পেলে হনুমা বিহারীকে একটি সেঞ্চুরি করতে হবে। শুধুমাত্র ৫০ বা ৬০ রানের ইনিংস তাকে নিয়মিত করে তুলতে সাহায্য করবে না। সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু আপনি ভারতের হয়ে দীর্ঘ সময় তখনই খেলতে পারবেন যখন আপনি ধারাবাহিকভাবে বড় রান করতে পারবেন।”

পঞ্চম টেস্টে সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা/হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যশপ্রিত বুমরা

Reetabrata Deb

সম্পর্কিত খবর