২১ বলে ৬ উইকেট! অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার আদিবাসী বোলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৩২ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেছেন স্কট বোল্যান্ড। অভিজ্ঞ এই পেসার নিজের প্রথম টেস্ট ম্যাচেই ইতিহাস গড়েছেন। মেলবোর্নে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে ছয় উইকেট নেন বোল্যান্ড। বোল্যান্ডের আগুনে বোলিংয়ের দৌলতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ৬৮ রানে শেষ হয়ে যায়। সেই সঙ্গে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে অ্যাশেজও পকেটে পুরে ফেলেছে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ বলের মধ্যে ছয় উইকেট নেন স্কট বোল্যান্ড। মাত্র ১৯ বলে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। যা তিরিশ বছর বয়সের পর কোনও পেসারের নেওয়া সবচেয়ে কম বলের ব্যবধানে পাঁচ উইকেট। এর আগে, ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ান বোলার আর্নি তোশাক-ও মাত্র ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন। তোশাকের রেকর্ডটি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ট্র বিজ টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ছুঁয়ে ফেলেছিলেন।

Scott Boland

স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার ৪৬৩ তম টেস্ট ক্রিকেটার। বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা চতুর্থ আদিবাসী ক্রিকেটার। বোল্যান্ড পশ্চিম ভিক্টোরিয়া রাজ্যের গুলিদজান উপজাতি থেকে এসেছেন। ২০১৬ সালে স্কট বোল্যান্ডের একদিনের ক্রিকেটে অভিষেক হয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টি একদিনের এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তবে টেস্ট খেলার সুযোগ পেলেন অনেক পরে ওয়ান ডে-তে তার রয়েছে ১৬ টি উইকেট।

স্কট বোল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ রেকর্ড রয়েছে। তিনি ৮০ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭৯ টি উইকেট নিয়েছেন। এছাড়া ৫৮ টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৬৯ টি উইকেট এবং ৬১ টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৭৪ টি উইকেট নিয়েছেন। যদিও লাল বলেই বেশি সফল হয়েছেন তিনি। অভিষেক টেস্টেই সাত উইকেট নিয়ে লাল বলে নিজের যোগ্যতা আবারও প্রমাণ করলেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর