স্কট বোল্যান্ড ঝড়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া, বাংলাদেশের গড়া লজ্জার রেকর্ড ছুঁলেন রুটরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়। ২০২১ সালের অ্যাশেজের তৃতীয় তথা বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডকে ইনিংস এবং ১৪ রানে পরাজিত করার পর ক্যাঙ্গারুরা ৫ ম্যাচের সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো। ব্রিসবেন এবং অ্যাডিলেটের পর মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের বোলাররা দ্বিতীয় ইনিংসে এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে ইংল্যান্ড দলকে ৬৮ রানেই শেষ করে দেয়।

এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে। তার জবাবে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন অ্যান্ডারসনের দুরন্ত বোলিং ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছিল। একা ৪ উইকেট নিয়ে ২৬৭ রানে অলআউট করতে সাহায্য করেন বর্ষীয়ান তারকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে জো রুট বাদে প্রত্যেক ব্যাটার অসহায় আত্মসমর্পণ করে অজি বোলারদের সামনে। মাত্র ৪ ওভার হাত ঘুরিয়ে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন অজি পেসার স্কট বোল্যান্ড।

Scott Boland

এই হারের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে খুবই লজ্জাজনক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এক বছরে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারার ক্ষেত্রে বাংলাদেশের গড়া রেকর্ডের ছুঁয়েছেন জো রুট-রা। এই বছর টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের এটি ছিল নবম পরাজয়। ২০০৩ সালে বাংলাদেশ ৯ টেস্ট ম্যাচ হেরেছিল এবং ১৮ বছর পর বাংলাদেশের এই লজ্জাজনক রেকর্ড ছুঁয়েছে ভাঙা চোরা ইংল্যান্ড।

joe root 2

এই সবকিছুর মাঝে একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন জো রুট। চলতি বছরে তিনি দুর্দান্ত ফর্মে থাকলেও তার দলের অবস্থা করুন। মেলবোর্ন টেস্টেও প্রথম ইনিংসে তিনি অর্ধশতরান করেছিলেন তিনি। চলতি বছরে করেছেন মোট ১৭০৮ রান। তার পরে এই বছরের সর্বোচ্চ স্কোরার রোরি বার্নসের রানসংখ্যা মাত্র ৫৩০। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে কার্যত একার কাঁধে দলকে টানছেন ইংল্যান্ড অধিনায়ক।

Reetabrata Deb

সম্পর্কিত খবর