এই তারকার জন্য ভারতীয় দল থেকে বাদ পড়বেন রবীন্দ্র জাদেজা, আশঙ্কা কিউয়ি কিংবদন্তির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় একদিনের ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়ে সিরিজ জিতে ফেলেছে শিখর ধাওয়ানের ভারত। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুররা। কিন্তু ওই ম্যাচের সেরা পারফর্মার ছিলেন স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার কৃপণ বোলিং ও দুরন্ত ব্যাটিংয়ের দৌলতেই কঠিন পরিস্থিতি থেকে ম্যাচটি বার করতে পেরেছিল ভারত।

যদিও অক্ষর যে এই সিরিজে খেলবেন এমনটা শুরু থেকে ঠিক ছিল না। সিরিজ শুরুর ঠিক আগে হাঁটুর চোটের কারণে অভিজ্ঞ স্পিনার-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় একাদশে জায়গা দেওয়া হয় অক্ষরকে। আর এই সুযোগকে দুই হাতে গ্রহণ করেছেন গুজরাটের তারকা ক্রিকেটার। তার পারফরম্যান্স এতটাই ভালো যে ভবিষ্যতে তা রবীন্দ্র জাদেজার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে।

তবে সত্যিই কি অক্ষর প্যাটেল এর জন্য রবীন্দ্র জাদেজা ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন! সেই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিতে নারাজ প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার স্কট স্টাইরিস। তিনি বলেছেন, “এখনই না হলেও অক্ষর যদি সুযোগ পেতে থাকে এবং এইরকম পারফরম্যান্স দিনের-পর-দিন করতে থাকে তাহলে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এটা ভুলে গেলে চলবে না যে অক্ষর বল হাতে জাদেজার চেয়ে বেশি ভ্যারিয়েশন তুলে আনতে পারে।” জাদেজা মূলত একই জায়গায় দীর্ঘক্ষন বল করে যাওয়ার জন্য বেশি পরিচিত যা অবশ্যই একটি বড় গুণ কিন্তু আজকালকার ক্রিকেটের ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর হলো যে ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। শেষে ভারতের পিছে মাঝেমধ্যে ৩ স্পিনার নিয়েও নামতে পারেন রোহিত শর্মা। সে ক্ষেত্রে চাহাল বা অন্য মূল স্পিনারের সঙ্গে জাদেজা এবং অক্ষরের অলরাউন্ড জুটি ভারতের ব্যাটিংকেও গভীরতা দিতে পারবে ভবিষ্যতে। কাজেই জাদেজা এবং অক্ষরের মধ্যে দ্বন্দ্বের বদলে তাদের দুজনকে নিয়ে চলার রাস্তা খোলা থাকছে রোহিত শর্মার সামনে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর