বাংলা হান্ট ডেস্ক: একের পর এক ব্রিজ সমস্যায় অসুবিধার মধ্যে পড়ছে শহরে যান চলাচল। কয়েকদিন আগেই ফাটল দেখা দিয়েছিল উল্টোডাঙা উড়ালপুলে, তারপরে বেশ কয়েক দিন ধরে বহু পরীক্ষা-নিরীক্ষা চলে সেখানে। এবার বন্ধ হতে চলেছে শিয়ালদহ ফ্লাইওভার। শহরের সব থেকে ব্যস্ত রাস্তা গুলির মধ্যে এটি একটি। বহু অফিস যাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া নিয়মিত যাতায়াত করেন এই রাস্তায়, ভোগান্তিতে পড়বেন এদের সকলেই।
আগামী ১৫ থেকে ১৮ অগাস্ট বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে কেএমডিএ। শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় যানজটের আশঙ্কা করছে সকলে। পরিবর্তিত রাস্তা খুঁজতে লালবাজারে বৈঠক করছে প্রশাসন। এবার দেখার বিষয় এই সমস্যার সুরাহা করতে কী পদক্ষেপ নেওয়া হয়।