বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah metro station) নিয়ে উৎসাহ তুঙ্গে শহরবাসীর। এবার সেই উৎসাহের মুকুটে যোগ হল নতুন পালক। উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদা মেট্রো স্টেশনের নাম। নতুন নামকরণ হলো ‘ডিটিডিসি শিয়ালদা মেট্রো স্টেশন’।
এদিকে, বেশ কিছুদিন হল কলকাতা মেট্রো বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে কো-ব্র্যান্ডিং করে আয় বাড়ানোর পথে হাঁটছে। সেই সূত্রেই শিয়ালদা মেট্রো স্টেশনের সাথে কো ব্র্যান্ডিংয়ের জন্য আগ্রহ দেখিয়ে ছিল বহু বেসরকারি সংস্থা। মূলত আগ্রহ দেখিয়ে দরখাস্ত এসেছিল হেলথকেয়ার ব্যাংক-বীমা শিক্ষা ইত্যাদি মাধ্যম থেকে। তবে সবাইকে পিছনে ফেলে দিয়ে শেষ হাসি হাসল কুরিয়ার সংস্থা ডিটিডিসি।
জানা গিয়েছে, তিন বছরের জন্য শিয়ালদা মেট্রো স্টেশনের সাথে চুক্তিবদ্ধ হলো এই সংস্থা। এর ফলে মেট্রো স্টেশনে নামের পাশাপাশি অনেকখানি জায়গা ব্যবহার করতে পারবে এই সংস্থা। এর ফলে মেট্রোরেলের আয় যেমন বাড়বে, তেমনি ওই সংস্থার জনসংযোগের কাজও আরো সুদৃঢ় হবে। স্টেশনে প্রধান গেট থেকে শুরু করে প্লাটফর্মে বিভিন্ন জায়গায় ডিটিডিসি বিভিন্ন ধরনের ব্যানার ও লোগো বসানো থাকবে। ডিটিডিসি জন্য বরাদ্দ নির্দিষ্ট জায়গা থেকে সংস্থা নিজেদের বিজ্ঞাপনে কাজ ও অন্যান্য জনসংযোগ মূলক কাজও করতে পারবে।
প্রসঙ্গত, এই ধরনের কো – ব্র্যান্ডিং কলকাতা মেট্রোয় নতুন কিছু নয়।এর আগে সেন্ট্রাল পার্ক, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, বরানগর, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি ও চাঁদনী চক মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে ।