বাংলাহান্ট ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে কাল থেকেই খুলবে শিয়ালদহ মেট্রোর (Sealdah Metro Station) দরজা। মেট্রোর চাকা গড়াবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত। আর শিয়ালদহ থেকে এসি মেট্রোতে চেপে কিছুক্ষণের মধ্যেই সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারলে অফিসযাত্রীরা যে কিছুটা স্বস্তি পাবেন একথা বলাই বাহুল্য। শিয়ালদহ থেকে রোজই অটো আর বাসের ঝক্কি সামলে যারা নিয়মিত সেক্টরে ফাইভে অবস্থিত অফিসে দৌড়ন তাদের জন্য এযেন এক দুর্দান্ত আনন্দ সংবাদ।
জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ১১ জুলাই শিয়ালদহ মেট্রোর শুভ উদ্বোধন হলেও আমজনতার জন্য প্রবেশের অনুমতি মিলবে ১৪ জুলাই থেকে। এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের রোজকার হয়রানি অনেকটাই কমে যাবে। একই সঙ্গে, তিলোত্তমাও নিত্যদিনের যানজটের সমস্যা থেকে কিছু হলেও মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘কলকাতার যানজট মানচিত্রের চেহারা বদলে দেবে মেট্রো। অনেক বাধাবিপত্তি কাটিয়ে আগামী ১৪ জুলাই থেকে ওই রুটে যাত্রীরা মেট্রো চড়তে পারবেন।’’
সূত্রের খবর, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটের ক্ষেত্রে মেট্রোয় উঠতে গেলে আপনাকে ন্যূনতম ১০ টাকা ভাড়া দিতে হবে। এর পাশাপাশি, মেট্রোর নিজস্ব হিসাব অনুযায়ী, শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেকাংশেই বেড়ে যাবে।
যদিও, শিয়ালদহ মেট্রো স্টেশনকে ঢেলে সাজানো হয়েছে। বহু অত্যাধুনিক ব্যবস্থার পাশাপাশি যাত্রী সাধারনের বিভিন্ন সুযোগ-সুবিধার দিকটিও ভাবা হয়েছে। তবে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন কার হাত ধরে হবে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ইঙ্গিত না মিললেও ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর কারণে রাজনৈতিক চাপানো সৃষ্টি হয়েছে শাসকদলের অন্দরে। তবে, সবমিলিয়ে কলকাতা মেট্রোর এই নতুন রূট জনসাধারণের জন্য খুবই উপযোগী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।