বাংলাহান্ট ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ৩১ মে সাধারণ যাত্রীদের জন্য খুলে যেতে পারে শিয়ালদহ মেট্রো। ইতিমধ্যে শিয়ালদহ স্টেশন চালু করার জন্য অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তবে কবে ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত আসবে, স্পষ্ট হচ্ছিল না। প্রথমে ঠিক হয়েছিল ১১ এপ্রিল উদ্বোধন হবে, কিন্তু তা হয়নি। পরে একের পর এক দিন পিছোতে থাকে। ফলে কবে উদ্বোধন হবে, তা নিয়ে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত এই মাসের শেষে সেই বাধা কাটবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আগামী ৩১ মে শিয়ালদহ স্টেশন উদ্বোধনের পরিকল্পনা করছে কলকাতা মেট্রো। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরেই এই মেট্রো স্টেশন উদ্বোধন হতে পারে। জানা গিয়েছে, এই মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন করানোর ইচ্ছে ছিল কলকাতা মেট্রো। কিন্তু প্রধানমন্ত্রীর থেকে সময় পাওয়া যাচ্ছে না বলেই বারেবারে প্রস্তাবিত সময় পিছিয়ে যাচ্ছে।
ইতিমধ্যেই কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলছেন, ”আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত নির্দেশিকা আসেনি। তবে ৩১ মে স্টেশন উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে, এমন সম্ভাবনার কথা আমরাও শুনেছি।” একই কথা জানাচ্ছেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্র্যাক ও স্টেশন নির্মাণের দায়িত্বে থাকা কেএমআরসিএল-এর কর্তারা।
প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদহ রেল স্টেশন থেকে ১৭ মিটার নীচে তৈরি হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এখানে রয়েছে ৮টি সিঁডি, ১৮টি এসকেলেটর, ৫টি লিফট ও ৪টি প্লাটফর্ম। এখনও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য তৈরি হয়ে গিয়েছে প্লাটফর্ম 1A, 1B। সেক্টর ফাইভ থেকে ২০ মিনিট অন্তর এই লাইনে মিলবে ট্রেন।