বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা বাংলা। পাড়ায় পাড়ায় ছেয়ে গিয়েছে রঙিন আলো । মণ্ডপে মন্ডপে বাহারি থিম নজর কাড়ছে দর্শনার্থীদের। এই আবহে পুজোর সময় নতুনভাবে সেজে উঠল শিয়ালদা (Sealdah) স্টেশন। কলকাতা শহরের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা (Sealdah)।
নবরূপে শিয়ালদা স্টেশন (Sealdah)
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। উৎসবের মরশুমে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হল শিয়ালদাকে। শিয়ালদা (Sealdah) স্টেশন ও শিয়ালদা ডি.আর.এম অফিস সাজিয়ে তোলা হয়েছে বাহারি আলোয়। স্টেশনের সামনে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য।
বাহারি আলোর খেলা মন্ত্রমুগ্ধ করে দিয়েছে যাত্রীদের। পুজোয় প্ল্যাটফর্ম এবং কনকোর্স এলাকাগুলিও সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলোয়। শুধু যাত্রীদের অবাক করে দেওয়া নয়, শিয়ালদা (Sealdah) স্টেশনের এই সাজসজ্জা প্রতিনিধিত্ব করছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকেও। পুজোর সময় রাতে শিয়ালদা স্টেশনে চলছে ২০টি বিশেষ ট্রেন।
আরোও পড়ুন : মাস্টারপ্ল্যান সরকারের! চালু হচ্ছে নয়া রেশন কার্ড! এই বিশেষ স্কিমে মিলবে দুর্দান্ত সব সুবিধা
শিয়ালদা বিভাগের ডিআরএম শ্রী দীপক নিগম কড়া নির্দেশ দিয়েছেন উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তার দিকটি অত্যন্ত তৎপরতার সাথে দেখতে হবে। আরপিএফ এবং কমার্শিয়াল বিভাগীয় কর্মীরা সদা তৎপর যাত্রী সুরক্ষার বিষয়টিতে। রাজ্যের অন্যান্য প্রান্তের দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনে।
আইনশৃঙ্খলার বিষয়টি নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। শিয়ালদা, দমদম-সহ বড় স্টেশনগুলিতে মজুত রাখা হচ্ছে ডাক্তার এবং প্রশিক্ষিত চিকিৎসা কর্মীদের। যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদায় খোলা হয়েছে বিশেষ বুথ। উৎসবের মরশুমে যাত্রী নিরাপত্তা অক্ষুন্ন রাখতে ও যাত্রীদের স্বাচ্ছন্দ বজায় রাখতে এরকমই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।