বদলে যেতে পারে শিয়ালদা স্টেশনের নাম!

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” দু’বার রেলমন্ত্রী ছিলাম। যতদূর জানি, স্টেশনের নাম বদল করা হলে রাজ্যের অনুমতি নিতে হয়। আমাকে কিছু জানানো হয়নি। “অর্থাৎ বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন নিয়ে অন্ধকারে ছিলেন মুখ্যমন্ত্রী।

 

এরপর ফের একই ঘটনার পুনরাবৃত্তি শিয়ালদা স্টেশন এর ক্ষেত্রে। এবার শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার সুপারিশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এ ব্যাপারেও রাজ্যের মত নেওয়ার প্রয়োজন মনে করেনি কেন্দ্র।

dav

এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কেন্দ্র আমাদের রাজ্যের কোনও স্টেশনের নাম পরিবর্তন করতে চায়, সে ক্ষেত্রে রাজ্যেরও সম্মতি নেওয়ার প্রয়োজন আছে। আপাতত এই নাম পরিবর্তন ইস্যু নিয়ে বেশ জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

X